6ebzr614-e1414913663607

দৈনিকবার্তা-ঢাকা, ৬ ডিসেম্বর: নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান ‘ক্লিন ক্যাম্পাস- সেফ ক্যাম্পাস অনুষ্ঠানে বলেছেন, শুধু ক্যাম্পাস পরিষ্কার করলেই হবে না- দেশ থেকে জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা এবং মাদককে ঝেঁটিয়ে বিদায় করতে হবে৷মন্ত্রী শনিবার পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের পাশে কবি নজরম্নল সরকারী কলেজ প্রাঙ্গণে ছাত্রলীগ কলেজ শাখা আয়োজিত এই কর্মসূচি উদ্বোধন করেন৷তিনি বলেন, আমরা জঙ্গিদের উচেছদ করে একটি সুন্দর সমাজ উপহার দেব৷অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ অধ্যাপক ড: নুরুন্নাহার , উপাধ্যক্ষ রফিকুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ কমিটির সদস্য গোলাম সারোয়ার কবির ও ছাত্রলীগের সহ-সভাপতি জিয়াউল হক জিয়া৷ সভাপতিত্ব করেন সংগঠনের কলেজ শাখার সভাপতি মামুনুর রশিদ মামুন৷

শাহজান খান বলেন, খালেদা জিয়া ঘরে বসে ষড়যন্ত্র করছেন৷ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে উদ্ধৃত করে তিনি বলেন, বেগম জিয়া সরকারি কর্মকর্তাদের সাথে দেখা করেননি৷ অথচ ব্যারিষ্টার রফিকুল ইসলাম মিয়া বলেছেন বেগম জিয়া সরকারি আমলাদের সাথে দেখা করেছ্নে৷ তিনি প্রশ্ন তোলেন, এর মধ্যে কোনটি সঠিক ? বিএনপি’কে মিথ্যাবাদী রলে অভিহিত করে তিনি বলেন, মিথ্যা বলা ওদের অভ্যাসে পরিণত হয়েছে৷তিনি বলেন, নদী বাঁচলে দেশ বাঁচবে৷ নদীরও প্রাণ আছে৷ বুড়িগঙ্গাকে দূষণমুক্ত করতে হবে৷ দেশের নদ-নদীগুলোকে রৰা করতে হবে৷

ষড়যন্ত্র করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা চালানোয় বিএনপি রাজপথের আন্দোলনে সফল হচ্ছে না বলে মনে করেন নৌমন্ত্রী শাজাহান খান৷তিনি বলেন, ফুটবল খেলায় যারা ফাউল করে তাদের পা ভেঙে যায়৷ বিএনপি নির্বাচনে ফাউল খেলে সামনে এগোতে চায়৷ এজন্য পা ভেঙে ঘরে বসে আছে, আর বের হতে পারছে না৷

সরকারি কয়েকজন কর্মকর্তার সঙ্গে খালেদা জিয়ার কথিত বৈঠক নিয়ে আলোচনার মধ্যে শনিবার পুরান ঢাকার কবি নজরুল কলেজে ছাত্রলীগের এক কর্মসূচি একথা বলেন শাজাহান খান৷গত বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসনের সঙ্গে কয়েকজন সরকারি কর্মকর্তার বৈঠকের খবর গণমাধ্যমে এলে তার প্রতিক্রিয়ায় ক্ষমতাসীন আওয়ামী লীগ বলছে, এটা ষড়যন্ত্রের অংশ৷তবে এই ধরনের বৈঠকের খবর অস্বীকার করে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, তারা ষড়যন্ত্রের রাজনীতিতে বিশ্বাসী নন৷

৫ জানুয়ারির ভোট বর্জনের পর নির্দলীয় সরকারের অধীনে মধ্যবর্তী নির্বাচন দাবি করে আসছে বিএনপি৷ তবে এই দাবিতে তাদের আন্দোলনের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগ নেতারা৷কবি নজরুল কলেজে ছাত্রলীগের ক্লিন ক্যাম্পাস অ্যান্ড সেইফ ক্যাম্পাস’ কর্মসূচি উদ্বোধনের পর শাজাহান খান বলেন, আওয়ামী লীগ সারা দেশে ‘ক্লিন বাংলাদেশ, সেইফ বাংলাদেশ’ কর্মসূচি শুরু করবে৷

এর মাধ্যমে জামায়াতসহ সব স্বাধীনতাবিরোধী চক্র ও রাজনীতিতে যারা মিথ্যাচার করছে, তাদের দেশ থেকে ঝাড়ুপেটা দিয়ে বের করে দেওয়া হবে৷