1417846265985342671

দৈনিকবার্তা-ঢাকা, ৬ ডিসেম্বর: তৈরি পোশাক খাতের পর আগামীতে চামড়া শিল্পই দেশের অর্থনীতিকে এগিয়ে নেয়ার বড় শক্তিতে পরিণত হবে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডবি্লউ মজিনা৷ তিনি বলেন, শ্রমিকদের সাথে মালিকদের ব্যবধান অনেক বিশেষ করে মজুরীর ক্ষেত্রে, তাই শ্রমিকদের জন্য প্রয়োজন ভালো কর্ম পরিবেশ৷ আর এটা নিশ্চিত করা সম্ভব হলে মালিকপক্ষই লাভবান হবেন বলে তিনি মনত্মব্য করেন৷

শনিবার সকালে সাভারের হেমায়েতপুরের হরিণধরা এলাকায় চামড়া শিল্প নগরী প্রকল্প পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি৷মজিনা বলেন, রাষ্ট্রদূতের দায়িত্ব পালন শেষে আগামী বছরের ডিসেম্বরে আমি বাংলাদেশে আসতে চাই৷ আমি পুনরায় যখন এখানে আসবো তখন হয়তো, আমার চোখে পড়বে ব্যাপক কর্ম চাঞ্চল্য আর সুস্থ্য পরিচ্ছন্ন পরিবেশে চামড়া প্রক্রিয়াজাতকরণ৷

তিনি চামড়া শিল্প নগরী প্রকল্প কার্যালয়ে এই খাতের উদ্যোক্তাদের সাথে মত বিনিময় করেন৷চামড়া শিল্পকে এগিয়ে নেবার নেপথ্য কারিগর হিসেবে এই খাতের সঙ্গে জড়িত শ্রমিকদের স্বাস্থ্য, বাসস্থান ও মজুরির দিকে মালিকদের মনোযোগ আকর্ষণ করেন তিনি৷

শ্রমিকদের সঙ্গে মালিকদের ব্যবধান, সঠিক মজুরি প্রদানসহ ভালো কর্ম পরিবেশ নিশ্চিত করতে পারলেই মালিকপক্ষ লাভবান হবেন৷এসময় তিনি চামড়া শিল্প নগরীর ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট (ইটিপি) পরিদর্শন করে প্রকল্পের অগ্রগতিতে সন্তোষ প্র্রকাশ করেন৷

এ সময় বাংলাদেশ ক্ষদ্র ও কুটির শিল্প কপের্ারেশনের চেয়ারম্যান আহমদ হোসেন খান, চামড়া শিল্প নগরী ঢাকা প্রকল্পের প্রকল্প পরিচালক সিরাজুল হায়দার, এপেঙ্ ট্যানারীর ব্যবস্থাপনা পরিচালক একেএম রহমত উল্লাহ এমপি,বাংলাদেশ ফিনিডস লেদার লেদার গুডস এন্ড ফুটওয়্যার এঙ্পোর্টাস এসোসিয়েশনের চেয়ারম্যান প্রকৌশলী এম আবু তাহের প্রমূখ৷