ফখরুলi

দৈনিকবার্তা-ঢাকা, ৫ ডিসেম্বর: সরকারের ব্যর্থতার কারণেই মধ্যপ্রাচ্য ও মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি কমে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর৷শুক্রবার মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোশেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন৷এছাড়া মালয়েশিয়ার সঙ্গে সরকারের সুনির্দিষ্ট কোনো চুক্তি হয়নি বলে দাবি করে মির্জা ফখরুল বলেন, যা হয়েছে তা সাধারণ চুক্তি৷

সরকারের ব্যর্থতার কারণেই মধ্যপ্রাচ্য, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে জনশক্তি রপ্তানি ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর৷প্রধানমন্ত্রীর সামপ্রতিক সফরের সময় মালয়েশিয়ার সঙ্গে স্বাক্ষরিত চুক্তির মধ্য দিয়ে জনশক্তি রপ্তানি কতোটা গতি পাবে- সে বিষয়েও তিনি সংশয় পপ্রাশ করেছেন৷জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফখরুল বলেন, আমরা মনে করি- মধ্যপ্রাচ্য ও মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি বন্ধ হওয়ার জন্য বর্তমান সরকারের ব্যর্থতাই দায়ী৷

সমপ্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার মালয়েশিয়া সফরে জনশক্তি রপ্তানিসহ চারটি বিষয়ে চুক্তি সই হয়৷

মালয়েশিয়ায় বেসরকারিভাবে জনশক্তি রপ্তানি বন্ধ থাকলেও দুই বছর ধরে সরকারিভাবে দেশটিতে যাচ্ছেন বাংলাদেশের শ্রমিকরা৷ জনশক্তি রপ্তানি বিষয়ে প্রটোকল স্বাক্ষরিত হওয়ায় মালয়েশিয়ার সারাওয়াক প্রদেশে ১২ হাজার বাংলাদেশির কাজের সুযোগ তৈরি হবে, যা পর্যায়ক্রমে বেড়ে ৬০ হাজারে উন্নীত হবে বলে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে৷

এ বিষয়ে ফখরুল বলেন, আমরা যতটুকু জেনেছি, এটি একটি সাধারণ চুক্তি হয়েছে৷ আমরা লক্ষ্য করেছি, যে চুক্তির কথা বলা হয়েছে, তাতে কি পরিমাণ জনশক্তি মালয়েশিয়ায় নেওয়া হবে সে বিষয়ে সুনির্দিষ্ট কিছু বলা হয়নি৷জনশক্তি রপ্তানির জন্য যদি নতুন করে চুক্তি হয়ে থাকে তা হলে ভালো কথা৷ কিন্তু কি চুক্তি হয়েছে, তা স্পষ্ট নয়৷ এই সরকার তো কোনো চুক্তি করলে তা জনগণের সামনে প্রকাশ করে না, বলেন বিএনপির মুখপাত্র৷

জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের পপ্রন্মের অষ্টাদশ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের নেতাকর্মীদের নিয়ে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করতে যান মির্জা ফখরুল৷ পরে তাদের সঙ্গে তিনি মোনাজাতেও অংশ নেন৷ফখরুল বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীতে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে রাজপথে আন্দোলন করার শপথ নিয়েছে৷ দেশে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে৷

এসময় মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, একাত্তরের মহান মুক্তিযুদ্ধে যেসব বীর সেনানী অংশ নিয়েছিলেন তাদের সন্তানদের সংগঠন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম৷ সংগঠনটির ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে গণতন্ত্র রক্ষার শপথ নিয়েছেন এর নেতারা৷মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের চুক্তি প্রসঙ্গে তিনি বলেন, সরকার কী চুক্তি করেছে সেটি ক্লিয়ার না৷ চুক্তি সম্পর্কে স্পেসেফিক কোনো বক্তব্য এখন পর্যন্ত জানা যায়নি৷ এটা একটি জেনারেল চুক্তি৷

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মালয়েশিয়া এবং মধ্যপ্রাচ্য আগে থেকেই আমাদের দেশ থেকে শ্রমিক নিতো৷ কিন্তু এই সরকার ক্ষমতায় আসার পর সঠিক তদারকির অভাবে এসব দেশে জনশক্তি রপ্তানি বন্ধ হয়ে যায়৷ এখন তারা নতুন করে চুক্তি করছে৷ এতে যদি মধ্যপ্রাচ্য ও মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি করা যায় তাহলে সেটা দেশের জন্য ভালো হবে৷বৃহস্পতিবার রাতে বিএনপিপন্থী সচিবদের সঙ্গে খালেদা জিয়ার বৈঠক সম্পর্কে জানতে চাইলে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি মির্জা ফখরুল৷এ সময় অন্যদের মধ্যে জাতীয়াতবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, মুক্তিযুদ্ধের প্রজন্মের সভাপতি শামা ওবায়েদ, কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাজাহান মিয়া সম্রাট প্রমুখ উপস্থিত ছিলেন৷