file

দৈনিকবার্তা-ঢাকা, ৫ ডিসেম্বর: বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আমরা এখন আর তলাবিহীন ঝুড়ি নই,শিগগিরই আমরা গোল্ডেন বাংলাদেশে পরিণত হব৷বাণিজ্যমন্ত্রী বলেন, আমরা এখন আর দুর্যোগ, সাইক্লোন আর অভাবের মধ্যে নেই৷ আমরা এখন অর্থনৈতিক সমৃদ্ধির পথে৷ গত ১০ বছর যাবত্‍ আমাদের প্রবৃদ্ধি ৬ শতাংশের উপরে৷ বর্তমানে আমাদের রিজার্ভ ২২ মিলিয়ন ডলার৷ এছাড়া রেমিটেন্স প্রবাহও ভাল৷ সমপ্রতি আমরা বিদেশে চাল রপ্তানি করছি৷ আমাদের পোশাকখাতও বিশ্বে ব্রান্ড৷

শুক্রবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইন্সটিটিউট অব চাটার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি)-এর ৫ম জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন৷সম্মেলনের প্রধান অতিথি বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশ এখন আর তলাবিহীন ঝুড়ি নয়, এটা দেশে-বিদেশে জানা হয়ে গেছে৷ অর্থনীতি বাণিজ্য সমপ্রসারণের মধ্য দিয়ে দেশ এগিয়ে যাচ্ছে৷

তিনি বলেন, দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত চাটার্ড সেক্রেটারিরা প্রাতিষ্ঠানিক ুশাসন ও উত্‍কর্ষতা প্রসার এবং উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন৷এ ক্ষেত্রে আইসিএসবিকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাস দেন মন্ত্রী৷

তোফায়েল আহমেদ জানান,২০১০ সালে চাটার্ড সেক্রেটারিজ আইন পাশের মাধ্যমে আইসিএসবিপ্র্রতিষ্ঠিত হয়৷ পেশার উন্নয়ন, বিকাশ ও নিয়ন্ত্রণের উদ্দেশে এই বিধিবদ্ধ প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করা হয়েছে৷তিনি বলেন, প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবহিদিতামূলক ব্যবস্থার মাধ্যমে দক্ষ জনশক্তি অপরিহার্য৷আইসিএসবি-এর সভাপতি মোহাম্মদ আসাদ উল্লাহের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য লে: ফারুক খান৷অনুষ্ঠানে অন্যদের মধ্যে আইসিএসবি-এর সদস্য, কর্পোরেট প্রতিনিধি এবং বিদেশি প্রতিনিধিরা উপস্থিত ছিলেন৷