index

দৈনিকবার্তা-ঢাকা, ৫ ডিসেম্বর: আগামী বছর নিজ মাঠে ব্রাজিলকে আথিয়েতা দিবে ফ্রান্স ফুটবল দল৷ ১৯৯৮ বিশ্বকাপের ভেনু্য স্টেড দ্য ফ্রান্স স্টেডিয়ামে আগামী বছরের ২৬ মার্চ মুখোমুখি হবে এই দু’দল৷

যেই স্টেডিয়ামে প্রীতি ম্যাচটি নিধর্ারন করা হয়েছে, ১৯৯৮ সালের ফুটবল বিশ্বকাপের ফাইনালে এই ভেনু্যতেই মুখোমুখি হয়েছিল ফ্রান্স ও ব্রাজিল৷ তবে ঐ স্মৃতি ফরাসিদের জন্য আনন্দের৷ আর ব্রাজিলের জন্য কষ্টের৷ কারণ ঐ ফাইনালে ফ্রান্সের কাছে ৩-০ গোলে হেরেছিলো ব্রাজিল৷ তাই আসল জায়গাতেই প্রতিশোধ নেবার মোক্ষম সুযোগ পাচ্ছে নেইমাররা৷

বর্তমানে দুদর্ানত্ম ফর্মে রয়েছে দুঙ্গার ব্রাজিল৷ গত বিশ্বকাপের ব্যর্থতা ইতোমধ্যেই ঝেড়ে ফেলেছে তারা৷ সাম্প্রতিক ফল তেমনটাই বলছে৷ কলাম্বিয়া, জাপান, আর্জেন্টিনা, ইকুয়েডর, তুরস্ক ও অস্ট্রিয়ার মত দলকে হারিয়েছে ব্রাজিল৷তবে ব্রাজিলের মত সাম্প্রতিক সময়টা মোটেও ভালো কাটেনি ফ্রান্সের৷ বিশ্বকাপের পর এখনপর্যনত্ম ছয়টি প্রীতি ম্যাচ খেলেছে ফরাসিরা৷ এরমধ্যে চারটি ম্যাচ জিতেছে, দুটি ম্যাচে ড্র করেছে৷সর্বশেষ আনত্মজর্াতিক অঙ্গনে ২০১৩ সালের জুনে মুখোমুখি হয়েছিল ফ্রান্স ও ব্রাজিল৷ স্বাগতিক হিসেবে ঐ ম্যাচে খেলতে নেমে ফ্রান্সকে ৩-০ গোলে হারিয়েছিলে ব্রাজিল৷