hasan-1417762593

দৈনিকবার্তা-ঢাকা, ৫ ডিসেম্বর: আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ভুল তথ্যের উপর ভিত্তি করে উদ্দেশ্যমূলকভাবে বিদেশীদের কাছে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করতেই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) দুর্নীতি ধারণা সূচকের নামে প্রতিবেদন প্রকাশ করেছে৷

শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির গোলটেবিল মিলনায়তনে মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ নারায়ণগঞ্জ জেলা শাখা আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে হাছান মাহমুদ এ কথা বলেন৷ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপি-জামায়াতের রাষ্ট্র এবং মুক্তিযুদ্ধবিরোধী উস্কানিমূলক বক্তব্যের প্রতিবাদে এই আলোচনা সভার আয়োজন করা হয়৷

আয়োজক সংগঠনের সভাপতি মাহিনুর সানির সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুল হক সবুজ, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি আসাদুজ্জামান দুর্জয় প্রমুখ৷

প্রসঙ্গত,বুধবার জাতীয় প্রেসক্লাবে দুর্নীতির বিশ্বজনীন ধারণা-সূচক অনুযায়ী একটি প্রতিবেদন প্রকাশ করে টিআইবি৷ এতে বলা হয় বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রসত্ম দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ১৪তম৷

হাছান মাহমুদ বলেন, দেশে কিছু ভুল ধরা ব্যক্তি ও সংগঠন রয়েছে৷ ব্যক্তিগুলো রাত ১২টার পরে বিভিন্ন টেলিভিশনে সক্রিয় হয়৷ আর সংগঠনগুলো সবসময়ই বিদেশীদের কাছে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করার অপচেষ্টায় লিপ্ত থাকে৷ টিআইবির মতো ওই সকল সংগঠন যদি আমাদের ভুল ধরিয়ে দিতে চায়- তাহলে ধন্যবাদ৷ কিন্তু উদ্দেশ্য যদি হয় দেশবিরোধী কার্যক্রম- তাহলে তা মেনে নেওয়া যায় না৷ তাই এই সব প্রতিষ্ঠানের অর্থের উত্‍স ও আসল উদ্দেশ্য সম্পর্কে তদনত্ম হওয়া প্রয়োজন৷ষড়যন্ত্রের মাধ্যমেই বিএনপির জন্ম দাবী করে তিনি বলেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার পর যে পরিবারটি সবচেয়ে বেশি সুবিধা ভোগ করেছে সেটি জিয়া পরিবার৷ এই বিএনপি সবসময়ই বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত ছিল এবং এখনও আছে কারণ, ষড়যন্ত্রের মধ্য দিয়েই বিএনপির জন্ম৷