দৈনিকবার্তা-ঢাকা, ৫ ডিসেম্বর: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ করে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, উত্তরাপাড়ার ষড়যন্ত্রের মতো গুলশানের গভীর রাতের ষড়যন্ত্রও সফল হবে না৷তিনি বলেন, ৯৬ সালেও উত্তরপাড়ায় ষড়যন্ত্র হয়েছিল৷ কিন্তু সফল হয়নি৷ এবারও খালেদা জিয়ার গুলশানের গভীর রাতের ষড়যন্ত্র সফল হবে না৷ শুক্রবার সকালে শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন৷
কামরুল বলেন, আমাদের গোয়েন্দা সংস্থার লোক এতো অথর্ব হয়ে যায় নাই যে কারা কারা এই ষড়যন্ত্রে অংশগ্রহণ করেছিল তাদেরকে খুঁজে বের করতে পারবে না৷ তাদেরকে খুঁজে বের করা হবে৷ পরে ষড়যন্ত্রে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে৷খালেদা জিয়ার এই রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র কিছুতেই সফল হতে দেয়া হবে না’ দাবি করে কামরুল বলেন, পত্র-পত্রিকায় দেখলাম কয়েকজন সরকারি কর্মকর্তা গুলশানে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন৷ খালেদা জিয়া গভীর রাতে গুলশানে সরকারের বিরুদ্ধে নয় রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন৷ তাদের কোনো কৌশল ও ষড়যন্ত্র কিছুতেই সফল হবে না৷ বিদেশিদের কাছে ধরনা না দিয়ে বিএনপিকে জনগণের কাছে যাওয়ার পরামর্শ দিয়ে কামরুল বলেন, বিদেশি বন্ধুদের কৃপায় তারা ক্ষমতায় আসতে চায়৷ কিন্তু তাদের স্বপ্ন কখনো বাস্তবায়ন হতে দেয়া হবে না৷
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের প্রতি ইঙ্গিত করে আওয়ামী লীগের এ নেতা বলেন, লন্ডনে একজন বসে বাংলাদেশের ইতিহাস বিকৃত করছে৷ তিনি নতুন প্রজন্মকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন৷ দেশের প্রতি তার একটুও শ্রদ্ধা নেই৷প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সাবেক ও বর্তমান ঊধর্্বতন সরকারি কর্মকর্তাদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে রব উঠেছে৷ তবে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তা অস্বীকার করেছেন৷
ষড়যন্ত্র হচ্ছে -এ কথা উল্লেখ করে কামরুল ইসলাম বলেন, ২০০৬ সালে নভেম্বর মাসে উত্তরায় সরকারি আমলাদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল৷ ওই ষড়ষন্ত্রের ফসল হিসেবে আমরা পরবর্তী দুই বছর কিম্ভুত একটি সরকার দেখেছিলাম৷গতরাতেও গুলশানে খালেদা জিয়ার বাড়িতে একটি বৈঠক হয়েছে৷ গুলশান ষড়যন্ত্রের একটা পর্ব আমরা দেখলামবিএনপির নেতাদের উদ্দেশে তিনি বলেন, আপনারা যদি ভেবে থাকেন আমাদের গোয়েন্দারা অথর্ব, তাহলে বোকার স্বর্গে বসবাস করছেন৷ আমাদের গোয়েন্দারা এই ষড়যন্ত্রের হোতাদের ঠিকই বের করবেন এবং তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে৷ গুলশানের গভীর রাতের ষড়যন্ত্র সফল হবে না৷
মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুল বলেন, দেশে যখন একটা স্থিতিশীল অবস্থা বিরাজ করছে, তখন অস্থিতিশীল, অরাজক পরিস্থিতি সৃষ্টির জন্য বিএনপি ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে৷ তারা রাষ্ট্রের বিরম্নদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এবং ক্ষমতায় যাওয়ার জন্য বিদেশীদের কাছে ধর্ণা দেয়৷ কিন্তু তাদের স্বপ্ন কখনো বাসত্মবায়ন হতে দেয়া হবে না৷বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমামের সভাপতিত্বে অভিনেতা এটিএম শামসুজ্জামান, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, সংগঠনের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা প্রমুখ বক্তব্য রাখেন৷