2014-12-05_3_397678

দৈনিকবার্তা-ঢাকা, ৫ ডিসেম্বর: ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে তৃতীয় দফা নির্বাচনের আগে শুক্রবার এক সেনা ছাউনিতে জঙ্গিদের হামলায় সাত সৈন্য ও তিন পুলিশসহ ১৫ জন নিহত হয়েছে৷

ভারতীয় সেনাবাহিনী সূত্র জানায়, শুক্রবার সকালে উত্তর কাশ্মীরের বারামুলার কাছে নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে জঙ্গিদের পাঁচ-ছয় জনের একটি দল ভারতের অভ্যনত্মরে ঢুকে পড়ে৷ জঙ্গিরা উরি সেক্টরের ৩১ নম্বর রেজিমেন্টের মোহরা ক্যাম্প লক্ষ্য করে অতর্কিতে গুলি চালাতে থাক৷ সেনাসদস্যরাও গুলি ছুঁড়ে পাল্টা জবাব দেয়৷ উভয় পক্ষের গোলাগুলির সময় সাত সৈন্য ও তিন পুলিশ এবং ৫ জঙ্গি নিহত হয়৷ শেষ খবর পাওয়া পর্যনত্ম দু’পক্ষের মধ্যে সংঘর্ষ চলছিল৷সেনাবাহিনীর এক সদস্য জানান, ওই এলাকায় আরও জঙ্গিদের লুকিয়ে থাকার আশঙ্কায় তল্লাশি অভিযান শুরু হয়েছে৷ পাকিসত্মানের অধিকৃত কাশ্মীরের উপত্যকা পেরিয়েই এই জঙ্গি দলটি ভারতে অনুপ্রবেশ করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে৷

জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এক টুইটার বার্তায় বলেন, ‘রাজ্যের শানত্মি-শৃঙ্খলা নস্যাত্‍ করতে জঙ্গিরা মরিয়া হয়ে উঠেছে৷ আর এ কারণেই তারা হামলা চালাচ্ছে৷গত মাসেই জম্মুর আরনিয়া সেক্টরেও জঙ্গিরা হামলা চালিয়েছিল৷ এ সময় চার জঙ্গিসহ মোট ১০ জন নিহত হয়েছিল৷ নিহতদের মধ্যে তিন সেনা জওয়ান ছিলেন৷রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচন চলাকালীনও জঙ্গি হামলা হয় কাশ্মীরের কুপওয়ারায়৷ এ সময় পাঁচ জঙ্গি ও এক সেনা সদস্য নিহত হয়৷

আগামী ৯ ডিসেম্বর কাশ্মীরে অনুষ্ঠিত হবে তৃতীয় দফা নির্বাচন৷ এর আগে রোববার সেখানে নির্বাচনী প্রচারণা চালাবেন ৰমতাসীন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ প্রধানমন্ত্রীর সফরের আগে জঙ্গি হামলা নির্বাচনকে বানচাল করারই ষড়যন্ত্র বলে মনে করছে সেনাদের একাংশ৷প্রশাসন সূত্র জানায়, গোটা রাজ্যজুড়ে নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে৷ বারামুলা থেকে উরি যাওয়ার রাসত্মাগুলো বন্ধ করে দেয়া হয়েছে৷