দৈনিকবার্তা-ঢাকা, ৫ ডিসেম্বর: প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান দেখাতে সুষ্ঠু নির্বাচন দেয়ার দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া৷তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেছেন, ক্ষমতার বড়াই দেখানোর আগে একবার সুষ্ঠু নির্বাচন দিয়ে দেখুন আপনার অবস্থানটা কোথায় রয়েছে৷ দেশে অপশাসন, হত্যা, গুম ও দুর্নীতির শিকার হয়ে মানুষের হয়রানি বৃদ্ধি পাচ্ছে৷ আর এ কারণেই বিবেকবান মানুষ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করছেন বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া৷
শুক্রবার বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স রুমে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন উপলক্ষে বর্তমান প্রেক্ষাপট বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন৷বৃহস্পতিবার খালেদা জিয়ার সঙ্গে আমলাদের সাক্ষাতের বিষয়ে তিনি একথা বলেন৷
বাংলাদেশ জাতীয় মানবাধিকার পরিষদ আয়োজিত এ সেমিনারে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. রফিকুল ইসলাম৷এসময় ব্যারিস্টার রফিকুল ইসলাম ভোগের রাজনীতি ছেড়ে ত্যাগের রাজনীতি করার আহ্বান জানিয়ে বলেন, যতদিন লাখ লাখ মানুষ রাজপথে নামবে না ততদিন এ সরকারের পতন হবে না৷ তাই এই জালিম সরকারের হাত থেকে মুক্তির একমাত্র পথ হলো সকলকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামা৷
বিএনপির এই প্রবীণ নেতা বলেন, সবাই মিলে একটা ধাক্কা দিলে তাসের ঘরের মতো চূর্ণবিচূর্ণ হয়ে যাবে এই অবৈধ সরকার৷যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজিনা ও মন্ত্রী নিশা দেশাইকে নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফের বক্তব্যের কড়া সমালোচনা করে ব্যারিস্টার রফিকুল ইসমলাম মিয়া বলেন, এ সরকার সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন অবস্থার ওপর রয়েছে বলেই একজন মন্ত্রী ওই ধরনের কথা বলতে পারেন৷
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের আস্ফালনে সরকার টিকে থাকতে পারবে না বলে হুঁশিয়ার করে রফিকুল ইসলাম মিয়া বলেন, সরকারের মন্ত্রী-এমপিরা যতই আস্ফালন করুক, যতই হত্যা, গুম ও অপহরণ করুক না কেন তাদের পতন অনিবার্য৷ তাসের ঘরের মতো তাদের সাজানো ঘর ভেঙে পড়বে৷
মোদি সরকার মনমোহনের চেয়েও কট্টর আওয়ামী লীগের সমর্থক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফের এমন বক্তব্য উল্লেখ্য করে তিনি বলেন, তার বক্তব্য সম্পূর্ণ মিথ্যা ও রাজনৈতিক আস্ফালন ছাড়া কিছু নয়৷ কারণ তারা এখন রাজনৈতিক আস্ফালনের মধ্যে দিয়ে ক্ষমতায় টিকে থাকতে চায়৷
নেতাকর্মীদের উদ্দেশ করে তিনি বলেন, শুধু মুখে বড় বড় কথা বললে হবে না৷ আমরা যদি শুধু মুখে বড় বড় কথা বলি তাহলে আন্দোলন রাজপথে যাওয়াতো দূরের কথা, আন্দোলন শুরুই হবে না৷ তাই কথা বলার চেয়ে কাজ বেশি করতে হবে৷ সেমিনারে সংগঠনের সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. মো.রফিকুল ইসলামের সভাপতিত্বে আরো বক্তব্য দেন- বিএনপিরচেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমদ আযম খান, ব্যারিস্টার পারভেজ প্রমুখ৷