10_Mahmudur+Rahman+Manna_Nagorik+Oikko_200814_0007

দৈনিকবার্তা-ঢাকা, ৪ ডিসেম্বর: দেশে আজ মুক্তিযুদ্ধের চেতনা পদদলিত হচ্ছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না৷বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘২০১৩ সালের ৪ ডিসেম্বর ৮ ব্যক্তির গুম হওয়ার এক বছর পার হলো…’শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন৷

মাহমুদুর রহমান মান্না বলেন, মুক্তিযুদ্ধের স্বপ্ন ছিল অধিকার ফিরে পাওয়া কিন্তু দেশে আজ মানুষের অধিকার নেই৷ ক্ষমতাসীনরা নিজেদের নিরাপত্তার জন্য বিভিন্ন ধরণের আইন প্রণয়ন করছে৷ কিন্তু তারা দেশের অন্য নাগরিকদের নিরাপত্তার কোনো প্রয়োজনীয়তা অনুভব করছে না৷ এর নাম মুক্তিযুদ্ধের চেতনা নয়৷তিনি আরো বলেন, আজকে স্বজনহারা যারা এসেছেন তারা কেউই জানেন না তাদের স্বজনরা কেমন আছেন বা কোথায় আছেন৷ ৫ জানুয়ারির নির্বাচনের মাধ্যমে সরকার জনগণের অধিকার পদদলিত করেছে বলে মন্তব্য করেন নাগরিক ঐক্যের প্রধান মাহমুদুর রহমান মান্না৷

মান্না বলেন, জনগণ ভোট দেয়নি৷ তবুও সরকারের এমন মনোভাব যে, তারা ক্ষমতায় থাকবে এবং যা খুশি তাই করে যাবে!তিনি বলেন, ভাবটা এমন যেন এ দেশে কেবল প্রধানমন্ত্রীর জীবনেরই অনেক দাম, বাকি আর কারো জীবনের দাম নেই৷ কিন্তু,প্রধানমন্ত্রীর জীবনের নিরাপত্তা নিশ্চিত করা মানে তো এমন নয় যে, আর কারো নিরাপত্তা নিশ্চিত করা যাবে না!

গুম হওয়া পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে মান্না বলেন, এই পরিবারগুলোকে আমার আর কিছু বলার নেই! আমরা সুশীল সমাজের পক্ষ থেকে, মিডিয়ার পক্ষ থেকে আগেও এ বিষয়ে একাধিকবার গুম ব্যক্তিদের সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য চাওয়া হয়েছে৷তিনি বলেন, কিন্তু বিষয়টি কেমন যেন রসিকতা পর্যায়ে গিয়ে ঠেকেছে৷ আগে তাদের তুলে নেওয়া র্যাব স্বজনদের সঙ্গে কথা বলতো৷ সন্ধানে আশ্বাস দিতো৷ কিন্তু, এখন তাদের সঙ্গে ভালো ব্যবহারটুকুও করে না৷ কথাও বলে না৷

নাগরিক ঐক্যের এ নেতা বলেন, অথচ দেশে মাসব্যাপী বিজয় উত্‍সব উদযাপন হচ্ছে৷ ভাবটা এমন যেন সুযোগ থাকলে সারাবছর এ উত্‍সব পালন করা যেতো; যাতে কেউ কারো বেদনার কথা বলতে না পারে!অনুষ্ঠানে গুম আট পরিবারের স্বজনদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন- সাজেদুল ইসলাম সুমনের মা হাজেরা খাতুন৷

লিখিত বক্তব্যে নিখোঁজ বা গুম হওয়া সাজেদুল ইসলাম সুমন, জাহিদুল করিম তানভীর, আব্দুল কাদের ভূঁইয়া মাসুম, মাজহারুল ইসলাম রাসেল, আসাদুজ্জামান রানা, আল-আমিন ও এএম আদনান চৌধুরীকে বিজয় দিবসের আগে ফেরত চায় তাদের পরিবারের স্বজনেরা৷

সংবাদ সম্মেলনে বলা হয়, ২০১৩ সালের ৪ ডিসেম্বর রাত সাড়ে আটটায় র্যাব-১ লেখা একটি গাড়িতে অস্ত্র সজ্জিত হয়ে, এলাকায় আতঙ্ক ছড়িয়ে ৩৮ নম্বর ওয়াডের্র বিএনপির সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম সুমনসহ ছয়জনকে তুলে নিয়ে যায় র্যাব৷ একই দিনে শাহিনবাগ এলাকা থেকে আরো দুইজনকে তুলে নিয়ে যায় র্যাব৷ অথচ থানা ‘বাসা থেকে বের হয়ে ফিরে আসেনি’ উল্লেখ করে জিডি করতে স্বজনদের বাধ্য করে৷সংবাদ সম্মেলনে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনাও একজন মা এবং স্বজন হারানোর বেদনায় নীল একজন রাষ্ট্রের অবিভাবক৷ তাই, তিনি স্বজনের ব্যথা হৃদয়ে ধারণ করে অবশ্যই গুম বা নিখোঁজদের ফিরিয়ে দেবেন অথবা যথাযথ তথ্য পরিবারকে জানাবেন৷অনুষ্ঠানে আট পরিবারের স্বজনরা ছাড়াও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন৷