PM_5_11.06.2014_Kallol

দৈনিকবার্তা-ঢাকা, ৪ ডিসেম্বর: প্রধানমন্ত্রীশেখ হাসিনা ৩ দিনের সরকারী সফর শেষে বৃহস্পতিবার কুয়ালালামপুর থেকে ঢাকা ফিরেছেন৷ তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মোহাম্মদ নাজিব বিন তুন হাজী আবদুল রাজাকের আমন্ত্রণে এই সফরে যান৷প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিআইপি ফ্লাইট বৃহস্পতিবার দুপুর ১টা ৪০ মিনিটে (বাংলাদেশ সময়) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে৷

জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকী এবং ঊধর্্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তাগণ বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান৷ এর আগে প্রধানমন্ত্রী দুপুর ১২টা ২৫ মিনিটে (মালয়েশিয়া সময়) ঢাকার উদ্দেশ্যে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন৷মালয়েশিয়ার মানবসম্পদ উপমন্ত্রী সেরী হাজি ইসমাইল হাজি আবদুল মোত্তালিব ও মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার এ কে এম আতিকুর রহমান কুয়ালালামপুর বিমান বন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান৷

সফরকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়৷ বুধবার বিকেলে মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্র জায়ার পারদোনা স্কয়ারে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক শেষে দু’দেশের মধ্যে জনশক্তি রফতানি, পর্যটন, শিল্প ও সংস্কৃতি খাতে একটি চুক্তি, দু’টি সমঝোতা স্মারক ও একটি প্রটোকলসহ ৪টি চুক্তি স্বাক্ষরিত হয়৷ এগুলো হচ্ছে দু’দেশের মধ্যে ভিসা শর্তাবলীর অংশবিশেষের বিলোপন, পর্যটন খাতে একটি, সংস্কৃতি, শিল্প ও ঐতিহ্য খাতে ১টি এবং শ্রমিকদের কর্মসংস্থান সম্পর্কিত ২০১২ সালের সমঝোতা স্মারকের সংশোধনী প্রটোকল৷

প্রধানমন্ত্রী বুধবার সকালে গ্র্যান্ড হায়াত হোটেলের বলরুমে বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সুবিধা শীর্ষক এক সংলাপে যোগ দেন৷ একই দিনে তিনি সেরী পারদোনায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে নাজিব রাজাক আয়োজিত নৈশভোজে যোগ দেন৷

মঙ্গলবার রাতে শেখ হাসিনা গ্র্যান্ড হায়াত হোটেলে তাঁর সম্মানে প্রবাসী বাংলাদেশীদের এক সংবর্ধনায় যোগ দেন৷ একই দিন সন্ধ্যায় মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও মালয়েশিয়ার গাড়ি প্রস্তুতকারক প্রোটনের নবনিযুক্ত চেয়ারম্যান মাহাথির মোহম্মদ বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন৷