দৈনিকবার্তা-ঢাকা, ৪ ডিসেম্বর: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪৯তম সমাবর্তন আগামী ১৩ জানুয়ারি মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের খেলার মাঠে অনুষ্ঠিত হবে৷গত ২ নভেম্বর রোববার থেকে সমাবর্তনে অংশগ্রহণেচ্ছুদের ফরম পূরণ প্রক্রিয়া অব্যাহত রয়েছে এবং তা শেষ হবে আগামী ১১ ডিসেম্বর বৃহস্পতিবার৷
ডশক্ষাথর্ীদের জ্ঞাতার্থে, অনুষ্ঠিতব্য ৪৯তম সমাবর্তন-২০১৫ এর ফরম পরীক্ষা নিয়ন্ত্রকের দফতর থেকে সংগ্রহ করে ও যথাযথভাবে পূরণ করার পর রেজিস্ট্রেশন ফি জমা দিয়ে পরীক্ষা নিয়ন্ত্রক দফতরে জমা দিতে হবে৷ রেজিস্ট্রেশন ফিস জমা দেওয়া যাবে জনতা ব্যাংক, সোনালী ব্যাংক এবং অগ্রণী ব্যাংক, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শাখায়৷
উল্লেখ্য, ৪৮তম সমাবর্তন-২০১৪ অনুষ্ঠিত হওয়ার পর থেকে ৪৯তম সমাবর্তন-২০১৫ এর আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখের পূর্ব পর্যনত্ম যে সকল ফলাফল প্রকাশিত হবে সে সকল গ্র্যাজুয়েট ও পদকপ্রাপ্তগণ এই সমাবর্তনে অংশগ্রহণ করতে পারবেন৷
অংশগ্রহণকারী গ্র্যাজুয়েট ও পদকপ্রাপ্তদের অবশ্যই বিশ্ববিদ্যালয় কর্তৃক সরবরাহকৃত নির্দিষ্ট একাডেমিক কস্টিউম পরিধান করতে হবে৷ আগামী ১১ জানুয়ারি রবিবার এবং ১২ জানুয়ারি ২০১৫ সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যনত্ম ঢাকা বিশ্ববিদ্যালয় সামাজিক বিজ্ঞান অনুষদ ভবন, বিজ্ঞান ক্যাফেটেরিয়া, বিজনেস স্টাডিজ অনুষদ ভবন ও ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) প্যান্ডেলে সমাবর্তনের আমন্ত্রণপত্র সংগ্রহ করে কস্টিউম নিতে হবে৷