.দৈনিকবার্তা-ঢাকা, ৪ ডিসেম্বর: অনলাইনে পণ্য কেনার আগে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের দক্ষিণ বিভাগের উপ-কমিশনার কৃষ্ণপদ রায়৷বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গণমাধ্যমের সহায়তায় তিনি নগরবাসীদের এ সতর্ক করেন৷
কৃষ্ণপদ রায় বলেন, গাড়ী চুরির সক্রিয় সদস্যরা বিভিন্ন সময়ে গাড়ী চুরি করে তারা দৈনিক পত্রিকায় ও অনলাইন ভিত্তিক ক্রয়-বিক্রয় সেবা প্রতিষ্ঠানের মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে জন সাধারণের সঙ্গে প্রতারণা করে আসছিল৷ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল রাজধানী বসুন্ধরা আবাসিক এলাকা, ইস্টার্ন প্লাজা ও আজিমপুর এলাকায় অভিযান চালিয়ে গাড়ী চোর ও ছিনতাই দলের পাঁচ সদস্যকে গেফতার করেছে৷ গ্রেপ্তারকৃতরা হলো- ইকবাল হোসেন ওরফে ইকবাল ওরফে কামাল ওরফে রানা ওরফে তানিম, মো.জাবেদ, মুশরেকিন আহমেদ রাবি্ব ওরফে যুবরাজ, আলি হোসেন ও মো. মহাসিন৷পুলিশ বলছে, এই চক্রটি গাড়ি চুরি করে তা আবার বিক্রের জন্য অনলাইনে বিজ্ঞাপন দিয়ে আসছিল৷
গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার কৃষ্ণপদ রায় বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জানান, বুধবার রাতে হাতিরপুল থেকে দুই জনকে এবং চার দিন আগে বাকি তিনজনকে গ্রেপ্তার করা হয়৷গত ১ ডিসেম্বর বসুন্ধরা আবাসিক এলাকা, ইস্টার্ন প্লাজা এলাকা থেকে তিন জনকে গ্রেপ্তার করা হয়৷ পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া গাড়ির জাল কাগজ ও রেজিস্ট্রেশন সনদসহ হাতিরপুল থেকে গ্রেপ্তার করা হয় হোসেন ও মহসিনকে৷ তারা গাড়ি চুরি করে চেসিস নম্বর ও কাগজপত্র বদলে, রং পরিবর্তন করে অনলাইনে বিজ্ঞাপন দিয়ে তা বিক্রি করত৷
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কৃষ্ণপদ রায় বলেন, এরা অনলাইনে বিজ্ঞাপন দিয়ে গাড়ি বিক্রি করে৷ তবে কোন কোন গাড়ি এভাবে বিক্রি করেছে তা এখনো জানা যায়নি৷ জিজ্ঞাসাবাদে জানা যাবে৷ গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আবদুল্লাহ আল মামুন বলেন, গাড়ি চুরির পর তারা চেসিস নম্বর বদলে ফেলত৷ তাছাড়া দামি গাড়ি রাখার জন্য বিভিন্ন অ্যাপার্টমেন্টে গ্যারেজ ভাড়া নিত বলেও তথ্য পাওয়া গেছে৷
অনলাইনে যে কোনো পণ্য কেনার সময় কাগজপত্র যাচাই বাছাই করে নেওয়ার পরামর্শ দেন সংবাদ সম্মেলনে উপস্থিত পুলিশ কর্মকর্তারা৷ অনলাইন পোর্টালে পণ্যের বিজ্ঞাপন দেখে পণ্য ক্রয়ের ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)৷
সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) কৃষ্ণপদ রায় বলেন, জনসাধারণকে অনুরোধ করছি অনলাইন পোর্টালে পণ্যের বিজ্ঞাপন দেখে পণ্য ক্রয়ের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন৷ কারণ সমপ্রতি ক্রয়-বিক্রয় সংশ্লিষ্ট অনলাইন পোর্টালগুলোর মাধ্যমে চোর ও প্রতারকচক্র নানা অপকর্ম করছে৷ এর মাধ্যমে বিভিন্ন কৌশলে তারা অর্থ-কড়ি হাতিয়ে নিচ্ছে৷গাড়ির চোরচক্র সম্পর্কে বিস্তারিত জানাতে গিয়ে তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর ইস্টার্ন প্লাজা, আজিমপুর ও বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে গাড়ি চোরচক্রের ৫ সদস্যকে আটক করা হয়৷ এদের মধ্যে একজন দলনেতাও রয়েছে৷এ সময় তাদের কাছ থেকে দুটি প্রাইভেটকার, বিভিন্ন ব্যাংকের বিপুল সংখ্যক পে অর্ডার ও সংশ্লিষ্ট কাগজপত্র উদ্ধার করা হয়৷
অভিযানে তাদের কাছ থেকে উদ্ধার করা হয়, এলিয়ন ও এফ প্রিমিও ব্র্যান্ডের দুটি প্রাইভেটকার৷ বিআরটিএ এর জাল কাগজপত্র, সিল, বিপুল সংখ্যক বিভিন্ন ব্যাংকের পে অর্ডার, ৯টি বিআরটিএ এর জাল রেজিস্টেশনকৃত সনদপত্রের ফরম, ৩০টি নকল ফিটনেস সনদপত্রের ফরম, ২০৬টি জাল কর পরিশোধ সনদপত্রের ফরম, ৫৮টি জাল মানি রিসিপ্ট ফরম, ৩ হাজার ৯৯৬টি বিভিন্ন ব্যাংকের পে অর্ডার এবং বিআরটিএ, ইন্সুরেন্স কোম্পানি, ব্যাংক ও পুলিশ কর্মকর্তার নাম সম্বলিত মোট ৮টি নকল সিল৷তিনি জানান, আটকৃতদের মধ্যে ১ ডিসেম্বর বসুন্ধরা আবাসিক ও ইস্টার্ন প্লাজা এলাকা থেকে চোরচক্রের দলনেতা ইকবাল হোসেন ও তার দুই সহযোগী জাবেদ এবং মুশরেকিন আহাম্মেদ রাব্বীকে গ্রেফতার করা হয়৷
পরে তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়৷ এই জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মিরপুরের পাইকপাড়া থেকে এলিয়ন ব্র্যান্ডের প্রাইভেটকার উদ্ধার করা হয়৷ আর বাংলামোটর লিংক রোড থেকে এফ প্রিমিও প্রাইভেটকার উদ্ধার করা হয়৷গ্রেফতারকৃত ইকবাল ও জাবেদ গাড়ি চুরি করে এবং জাবেদ জাল চেসিস নম্বর প্রতিস্থাপন করে৷ অপরদিকে মুশরেকিন আহাম্মেদ রাব্বী চোরাইকৃত গাড়ির রং পরিবর্তনসহ নকল কাগজপত্র তৈরি করে৷
ডিবি কর্মকর্তা কৃষ্ণপদ রায় আরো জানান, গ্রেফতারকৃত ইকবাল ও রাব্বী এর আগেও একাধিকবার চোরাই গাড়িসহ গোয়েন্দা ও থানা পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলো৷ পরে জামিনে বেরিয়ে ফের চোরাই কাজে যুক্ত হয়৷ ইকবালের নামে রাজধানীর বিভিন্ন থানায় ৯টি এবং ময়মনসিংহের ভালুকায় একটি হত্যা মামলা রয়েছে৷ আসামি রাব্বীর বিরুদ্ধে গাড়ি চুরি ও প্রতারণাসহ ৪টি মামলা রয়েছে৷