দৈনিকবার্তা-ঢাকা, ৩ ডিসেম্বর: বিএনপি ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, সরকার সংবিধান সংশোধনের মাধ্যমে মানুষের মৌলিক অধিকার হরণ করেছে৷ এমন কি এর বিরুদ্ধে যারা প্রতিবাদ করে তাদেরকেও সরকার খুন, গুম ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে৷ তিনি বলেন,এই সরকার যত বড় স্বৈরাচারই হোক না কেন,জনগণের আন্দোলনে তাদের সব ষড়যন্ত্র তাসের ঘরের মতো ভেঙে যাবে বলে মন্তব্য করেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান৷বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখার সময় তিনি এ মন্তব্য করেন৷
বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে ‘জাতীয়তাবাদী দেশবাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে৷আবদুল্লাহ আল নোমান বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা নেই৷ যে কোনো সময় যে কোনো জায়গা থেকে মানুষ খুন ও গুম হচ্ছে৷ এর কারণে মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে৷তিনি আরো বলেন, গুম, খুন, মিথ্যা মামলা থেকে জনগণকে রক্ষা করতে হলে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ভাবে এ সরকারকে পতন করতে হবে৷ নোমান বলেন, দেশের মানুষ রক্ত দিয়ে এই দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলো৷ শেখ হাসিনা এই গণতন্ত্রকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে৷ হাসিনা স্থায়ীভাবে এই দেশকে শোষণ করতে চাচ্ছে৷ এই সরকারের দেশের বাইরে কোন বন্ধু নেই৷
তিনি বলেন, এই সরকার শুধু গণতন্ত্রকে হত্যা করেনি, তারা সাংবাদিকদের লেখার স্বাধীনতা হরণ করেছে৷ এরা চাইছে বন্দুকের গুলি দিয়ে ক্ষমতা টিকিয়ে রাখতে৷নোমান বলেন, জনগণ ইতোমধ্যেই ঐক্যবদ্ধ হতে শুরু করেছে৷ হত্যা, গুম, খুন করে ক্ষমতায় থাকার তাদের যে পরিকল্পনা, তা সফল হবে না৷ গণঐক্যের কাছে সব ষড়যন্ত্র পরাজিত হবে৷ আর সেদিন খুবই সনি্নকটে!
তিনি সরকারের সমালোচনা করে বলেন, আজ খালেদা জিয়া, তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে বিএনপিকে ধ্বংস করে চিরস্থায়ীভাবে ক্ষমতায় বসতে চাইছে সরকার৷ তাদের সে আশা পূরণ হবে না৷ জনগণ তাদের গণতন্ত্র হরণের এই ষড়যন্ত্র বুঝতে পেরেছে৷ তারা এখনও লাঠি হাতে নেয়নি৷ খুব তাড়াতাড়ি জনগণ রাজপথে নেমে আসবে এবং এদের ক্ষমতা থেকে সরিয়ে দেবে৷বিএনপির বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার চাইলেই হবে না; রাজনৈতিকভাবেই এর মোকাবেলা করতে হবে বলেন, নোমান৷ আয়োজক সংগঠনের সভাপতি কে এম রফিকুল ইসলাম রিপনের সভাপতিত্বে এ সময় বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুর রহমান হাবিব, শাহ মো আবু জাফরসহ অন্যান্য নেতাকর্মীরা বক্তব্য রাখেন৷