দৈনিকবার্তা-রংপুর,৩ ডিসেম্বর: শিগগিরই জাতীয় পার্টি- জাপার সব সাংসদ ও মন্ত্রীরা মন্ত্রিপরিষদ থেকে পদত্যাগ করবেন জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ৷বুধবার দুপুরে রংপুরে তার পল্লী নিবাস বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি৷এ বিষয়ে সংসদে বিরোধীদলের নেত্রী ও তার স্ত্রী রওশন এরশাদ একমত পোষণ করেছেন এমনকি আমেরিকার দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাইকেও একই কথা বলেছেন রওশন বলে জানান তিনি৷
দেশের মানুষ শান্তিতে নেই, সাধারণ মানুষ আজ নিরাপদ নয়৷ শিক্ষক মারা যাচ্ছেন৷ অর্থনীতিও ধ্বংসের পথে৷ বড় দুই দলকে কেউই চায় না৷ এজন্যই মানুষ পরিবর্তন চায়৷ জাতীয় পার্টি ক্ষমতায় থাকলে মানুষ শান্তিতে থাকে৷তিনি বলেন, ক্ষমতায় আসার জন্য আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি৷ রংপুরে হবে দেশের সবচাইতে বড় কাউন্সিল৷ সেখানে এক লাখ লোকের সমাগম হবে৷ সব কথা সরকার রাখতে পারে না৷বর্তমানে জাতীয় পাটিতে কোনো ভেদাভেদ নেই বলেও দাবি করেন তিনি৷ এরশাদ পিএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন প্রাইমারি পরীক্ষায় প্রশ্ন পত্র ফাঁস হয় তাহলে আমরা ছোট ছোট শিশুদের কোথায় নিয়ে যাচ্ছি৷ দেশ কোথায় যাচ্ছে? এটা দেশবাসির কাছে বার্নিং প্রশ্ন হয়ে দেখা দিয়েছে৷তিনি বলেন, ছাত্রলীগ-যুবলীগ নিজেদের মধ্যে মারামারি খুনাখুনি করছে৷ শিক্ষককে হত্যা করা হচ্ছে এসব প্রতিরোধে সরকারের কোনো পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে না৷
তিনি আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে বলে উল্লেখ করে এরশাদ বলেন, দেশের মানুষ শান্তিতে নাই৷ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে৷ সে কারণে দেশের জনগণ পরিবর্তন চায়৷ আওয়ামী লীগ আর বিএনপিকে আর ক্ষমতায় দেখতে চায় না৷জনগণ বুঝতে পেরেছে জাতীয় পার্টি ক্ষমতায় আসলে দেশের মানুষ শান্তিতে বাস করতে পারবে বলে জানান তিনি৷
তিনি রংপুরে জাতীয় পার্টির কোনো কোন্দল নেই দাবি করে আগামী নির্বাচনে সকল আসনে তার দলের প্রার্থীরা জয়ী হবে বলে আশা প্রকাশ করেন৷এর আগে ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে অবতরন করে মোটর শোভাযাত্রায় তিনি নগরীর দর্শনা এলাকায় তার নিজ বাসভবন পল্লী নিবাসে পৌঁছান৷ এ সময় দলের বিপুল সংখ্যক নেতাকর্মী তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান৷এ সময় জেলা জাপার সদস্য সচিব হোসেন মকবুল শাহারিয়ার মহানগর আহবায়ক মোস্তফা সদস্য সচিব ইয়াসির সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷