দৈনিকবার্তা-ঢাকা, ৩ ডিসেম্বর: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)তে চালু হলো হেপাটোবিলিয়ারি, প্যানক্রিয়েটিক এন্ড লিভার ট্রান্সপ্ল্যান্ট সার্জারি বহিঃবিভাগ৷বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত ওপিডি ভবন-২’র দ্বিতীয় তলায় ২০৪ নম্বর কক্ষে এই সার্জারি বহিঃবিভাগের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত৷
এসময় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিৰা) অধ্যাপক ডা. মোঃ রম্নহুল আমিন মিয়া, কোষাধ্যক্ষ ও হেপাটোবিলিয়ারি সার্জারি ইউনিটের প্রধান অধ্যাপক ডা. মোঃ জুলফিকার রহমান খান, বিএমডিসি’র সভাপতি অধ্যাপক আবু সফি আহমেদ আমিন, সার্জারি অনুষদের ডীন অধ্যাপক ডা. কনক কানত্মি বড়ুয়া, সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ সিরাজুল করিম প্রমুখ উপস্থিত ছিলেন৷
দেশের সরকারি হাসপাতালে প্রথম এ ধরণের একটি বিভাগ চালু হলো৷ এই বিভাগে লিভার, অগ্নাশয় (প্যানক্রিয়েশ), পিত্তথলী ও পিত্তনালীর জটিল সার্জিক্যাল রোগীর ব্যবস্থাপনা দেয়া হবে৷ পাশাপাশি লিভার ট্রান্সপস্ন্যান্ট রোগীর লিভার ট্রান্সপ্ল্যান্ট করার আগের সকল ধরণের মূল্যায়নও হবে৷এ ধরণের চিকিত্সা ব্যয়বহুল হলেও বিএসএমএমইউ হাসপাতালেরোগীর সামর্থ্যের মধ্যে সাশ্রয়ী মূল্যে চিকিত্সাসেবা দেয়া হবে৷ এই বিভাগে সরকারী ছুটির দিন ব্যতীত শনিবার থেকে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যনত্ম রোগী দেখা হবে৷