দৈনিকবার্তা-ঢাকা, ৩ ডিসেম্বর: বেঙ্গল গ্যালারি অব্ ফাইন আর্টস্ এর আয়োজনে বুধবার বেঙ্গল শিল্পালয়ে বেঙ্গল ফাউন্ডেশনের সংগ্রহ থেকে নির্বাচিত চিত্রকর্মের ‘গড়হপযত্ড়সব’ শীর্ষক চিত্রকলা প্রদর্শনী শুরম্ন হয়েছে৷ প্রদর্শনীতে বাংলাদেশ ও ভারতের ৩৫ জন শিল্পীর ৩৫ টি চিত্রকর্ম প্রদর্শিত হচ্ছে৷ প্রদর্শনী আগামী ১৪ ডিসেম্বর ২০১৪ পর্যনত্ম প্রতিদিন দুপুর ১২ টা থেকে রাত ৮ টা পর্যনত্ম খোলা থাকবে৷
প্রদর্শনীতে যাদের চিত্রকর্ম থাকছে তারা হলেন: শিল্পী আমিনুল ইসলাম, আনিসুজ্জামান, বিজন চৌধুরী, চিন্ময় রায়, দেওয়ান মিজান, ঢালী আল মামুন, দিলারা বেগম জলি, হাশেম খান, জামিল আকবর শামিম, যোগেন চৌধুরী, কালিদাস কর্মকার, কাজী গিয়াসউদ্দীন, লালু প্রসাদ সাউ, মাহবুবুর রহমান, মাহমুদুল হক, মোহাম্মদ ফকরম্নজ্জামান, মোহাম্মদ ফখরম্নল ইসলাম, মোহাম্মদ কিবরিয়া, মনিরম্নল ইসলাম, মুর্তাজা বশীর, নাসিম আহমেদ নাদভী, কাইয়ুম চৌধুরী, কামরম্নল হাসান, রফিকুন নবী, রোকেয়া সুলতানা, রনি আহমেদ, সফিউদ্দীন আহমেদ, শহিদ কবির, শেখ আফজাল হোসেন, শিশির ভট্টাচার্য, সুখময় মজুমদার, সৈয়দ জাহাঙ্গীর, ওয়াকিলুর রহমান, ইয়াসমিন জাহান নুপুর এবং জয়নুল আবেদিন৷
দুই দশকেরও বেশী সময় ধরে চিত্রকলা, সংগীত, নাটক, সাহিত্যের পরিচর্যায় বেঙ্গল ফাউন্ডেশন নিবিড় অবদান রেখে চলেছে৷ সাম্প্রতিক সময়ে কাজ করছে চলচ্চিত্র নির্মাতা এবং কারম্নশিল্পীদের নিয়েও৷ সভাপতি আবুল খায়ের এর নিরনত্মর সহযোগিতায় বেঙ্গল ফাউন্ডেশন শিল্পী ও সাহিত্যিকদের বানিজ্যিক এবং শৈল্পিক আকাঙ্খা পুরণে আনত্মরিকভাবে চেষ্টা করে যাচ্ছে৷ শিল্পকর্ম সংগ্রহ এবং কমিশন করা বেঙ্গল ফাউন্ডেশনের নিয়মিত কর্মসূচীর অংশ৷ বেঙ্গল ফাউন্ডেশনের ক্রমবর্ধমান সংগ্রহ বাংলাদেশের আধুনিক এবং সাম্প্রতিক শিল্পর্চচার প্রায় সকল ধারার সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দেয়৷ বেঙ্গল গ্যালারি বর্তমান প্রদর্শনীতে বেঙ্গল ফাউন্ডেশনের সংগ্রহ থেকে বাংলাদেশ ও ভারতের শিল্পীদের কিছু নির্বাচিত একরঙা চিত্রকর্ম উপস্থাপনের চেষ্টা করেছে৷