দৈনিকবার্তা-বরিশাল, ৩ ডিসেম্বর: বরিশালে পুলিশের সঙ্গে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) শিক্ষার্থীদের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছে৷ বুধবার বেলা ১২টার দিকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন নগরীর বান্দরোড এলাকায় এ সংঘষের্র পর আইএইচটির ১৪ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ৷
আহতদের বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিত্সা দেয়া হচ্ছে৷পুলিশ বলছে, রাস্তা আটকে বিক্ষোভ চালিয়ে যাওয়ায় তারা ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে৷আহত শিক্ষার্থী সোনিয়া আক্তার জানান, প্যারামেডিকেল শিক্ষা বোডের্র পরিবর্তে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল শিক্ষা বোর্ড গঠন, ডবি্লউএইচও প্রদত্ত নীতিমালা অনুযায়ী নতুন নতুন পদ সৃষ্টি, স্থগিত হওয়া নিয়োগের আইনী জটিলতা নিরসন করে নিয়োগ প্রক্রিয়া শুরু, ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় শ্রেণির পদমর্যাদা এবং বিএসসি ও এমএসসি কোর্স চালুসহ ১০ দফা দাবিতে বিক্ষোভ করে আসছেন তারা৷
তিনি বলেন, এরই ধারাবাহিতকায় তারা বান্দরোড এলাকায় শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ করছিলেন৷ এসময় পুলিশ তাদের উপর অতর্কিত লাঠিচার্জ শুরু করে৷ এতে ২৩ শিক্ষার্থী আহত হয়েছে৷আরেক ছাত্রী তন্নী আফরোজ অভিযোগ করেন, পুরুষ পুলিশ সদস্যরা ছাত্রীদের মারধর করেছে৷ এটা পুরোপুরি নারী নির্যাতন৷
ছাত্রীদের উপর হামলাকারী পুলিশ সদস্যদের বিচারের দাবি জানান তারা৷ এ ব্যাপারে নগর পুলিশের উপ-কমিশনার সৈয়দ গোলাম রউফ বলেন, রাস্তা অবরোধ করে দাবি আদায় হয় না৷ দাবি আদায়ের জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে যেতে হয়৷
এর আগেও তারা সড়ক অবরোধ করেছিল৷ তখন তাদের বুঝিয়ে-শুনিয়ে পাঠিয়ে দেয়া হয়৷ কিন্তু আজ (বুধবার) পুলিশ তাদের বোঝাতে ব্যর্থ হয়৷ ফলে শিক্ষার্থীদের উত্তেজিত আচরণের কারণে আইন শৃঙ্খলা ও সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ লাঠিপেটা করতে বাধ্য হয়েছে৷শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে৷ তাদের ইটের আঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছে বলে জানান তিনি৷এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ১৪ শিক্ষার্থীকে আটক করা হয়েছে৷