Bgmea

দৈনিকবার্তা-ঢাকা, ৩ ডিসেম্বর: বকেয়া বেতন সহ অন্যান্য দাবি আদায়ের লক্ষ্যে বুধবার বিকেলে রাজধানীর হাতিরঝিলে অবস্থিত তৈরি পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সংগঠন বিজিএমইএ (বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এঙ্পোর্টার্স এসোসিয়েশন ) এর প্রধান কার্যালয় বিজিএমইএ ভবন ঘেরাও করেছিল রাজধানীর দু’টি পোশাক কারখানার শ্রমিকরা৷

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল চারটার পর থেকে বিজিএমইএ কার্যালয়ের প্রধান ফটকের সামনে জড়ো হয় উত্তর বাড্ডা এলাকার সুনডি নিটওয়্যার ও টোপাজ গার্মেন্টসের শ্রমিকরা৷এ ব্যাপারে টেঙ্টাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক তপন সাহা জানান, সুনডি কারখানার শ্রমিকরা গত সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসের বেতন পাননি৷এছাড়া বেতন নিয়ে অনেকদিন ধরেই গড়িমসি করে আসছেন কারখানা কর্তৃপক্ষ৷ বেতন পাচ্ছেন না টোপাজ কারখানার শ্রমিকরাও৷

বিষয়টি সমাধানের লক্ষ্যে গত সপ্তাহেও বিজিএমইএ ভবনে এসে দাবি জানিয়ে ছিলেন শ্রমিকরা৷ তখন এক সপ্তাহের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছিলেন বিজিএমইএ কর্মকর্তারা৷কিন্তু এক সপ্তাহ পেরিয়ে গেলেও সমাধান না হওয়ায় বিজিএমইএ ভবন ঘেরাওয়ে বাধ্য হন শ্রমিকরা৷

এ ব্যাপারে তরফে বিজিএমইএর ভাইস প্রেসিডেন্ট মো. শহীদুল্লাহ আজীমের নাম্বারে ফোন দেয়া হলেও তিনি ফোন ধরেননি৷ সন্ধ্যর ভবনের প্রধান ফটক বন্ধ ছিল৷ কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি৷