বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ৷

দৈনিকবার্তা-ঢাকা, ৩ ডিসেম্বর : কোপা ডেল রেতেও নিজেদের আধিপত্য ঠিকই ধরে রেখেছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ৷ মঙ্গলবার রাতে সানতিয়াগো বার্নাবু্যতে তৃতীয় বিভাগের দল কোরনেলাকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে দুইলেগ মিলিয়ে ৯-১ ব্যবধানে এগিয়ে থেকে স্প্যানিশ জায়ান্টরা শেষ ১৬ নিশ্চিত করেছে৷

এ খেলায় দলে ছিলেন না ক্রিস্টিয়ানো রোনাল্ডো কিংবা গ্যারেথ বেলের মত তারকারা৷ কিন্তু কার্লো আনচেলত্তির তরম্নণ দলটি নিজেদের প্রমানের সুযোগ বেশ ভালভাবেই সেড়ে নিয়েছে৷ তারকাদের অনুপস্থিতি এক মুহূর্তের জন্য বুঝতে দেয়নি তরম্ননরা৷ আর তাদের এই সাফল্যে সব ধরনের প্রতিযোগিতায় টানা ১৭ ম্যাচ জয়ের আরো একটি রেকর্ড গড়লো গ্যালাকটিকোরা৷

ম্যাচের ১৪ মিনিটের মধ্যেই কালকের ম্যাচের অধিনায়ক আলভারো আরবেলোয়া পেনাল্টি উপহার দেন সফরকারীদের৷৷ কিন্তু স্ট্রাইকার জাভি বনিকোয়ে রিয়ালের তৃতীয় পছন্দের গোলরক্ষক ফার্নান্দো পাচেকোর মাথার উপরে ক্রসবার টপকে বল বাইরে পাঠালে কাতালান ক্লাবটির এগিয়ে যাওয়া হয়নি৷ কিন্তু দুই মিনিট পরে কলম্বিয়ান রিক্রুট হামেস রদ্রিগেজ কোন ভুল করেননি৷ দারুন এক লবের সাহায্যে রিয়ালকে এগিয়ে দেবার পরে ৩১ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন ইসকো৷ বিরতির আগে নিজের তৃতীয় গোল পূর্ণ করেন রদ্রিগেজ৷

৬০ মিনিটে বোরা লোপেজের আত্মঘাতি গোলে করনেলা আরো পিছিয়ে পড়ে৷ শেষ পর্যনত্ম ৮৮ মিনিটে বদলী খেলোয়াড় জেসে রড্রিগুয়েজ শেষ গোলটি করলে বড় ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিকরা৷ এটি ছিল ২১ বছর বয়সী তরম্নন এই স্প্যানিয়ার্ডের আট মাস পরে প্রথম কোন বড় ম্যাচ৷ এই সময় তিনি গোঁড়ালির ইনজুরির কারনে মাঠের বাইরে ছিলেন৷ বার্নাবু্যতে এই দারম্নন জয়ের ফলে প্রথম দল হিসেবে শেষ ১৬’র টিকেট পেল রিয়াল৷ এবার তারা ২০তম শিরোপার জন্য মাঠে নেমেছে৷