85527_kibria with arif haris gous

দৈনিকবার্তা-হবিগঞ্জ, ৩ ডিসেম্বর: সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় দুই আসামীর নাম ও ঠিকানা সংশোধনপূর্বক আবারও চতুর্থ দফায় সম্পূরক চার্জশিট দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত৷হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট রোকেয়া বেগম বুধবার দুপুর সোয়া ১২টার দিকে সম্পুরক চার্জশিটের ত্রম্নটি সংশোধন করে নতুন সম্পুরক চার্জশিট দাখিলেন জন্য তদনত্ম কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন৷

এর আগে ১৩ নভেম্বর কিবরিয়া হত্যা মামলার তদনত্মকারী কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ সুপার (এএসপি) মেহেরুন নেছা পারম্নল তৃতীয় দফায় সম্পূরক চার্জশিট দাখিল করেন৷এই চর্জশিট প্রতিবেদনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জ জেলা বিএনপি সাধারণ সম্পাদক, হবিগঞ্জ পৌর মেয়র জি কে গউছসহ নতুন ১১ জনের নাম অনত্মর্ভুক্ত করে ৩৫ জনকে আসামী করা হয়৷

অনত্মভর্ূক্ত অন্যান্য আসামীরা হলেন, মুফতি আব্দুল হাই, মুফতি তাজ উদ্দিন, মুফতি সফিকুর রহমান, মোহাম্মদ আলী, বদরম্নল, মহিবুর রহমান, কাজল আহমেদ ও হাফেজ ইয়াহিয়া৷একই সাথে পূর্বের চার্জশীটভূক্ত ইউসুফ বিন শরীফ, আবু বক্কর আব্দুল করিম ও মরহুম আহছান উলস্নাহকে চার্জশীট থেকে অব্যাহতির আবেদন করা হয়৷ চার্জশিটে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জ পৌর মেয়র জি কে গউছের নাম ও ঠিকানা ভুল থাকায় বিচারক আগামী ২১ ডিসেম্বর মামলার পরবর্তী ধার্য় তারিখে তাদের নাম-ঠিকানা সংশোধনপূর্বক নতুন করে সম্পূরক চার্জশিট দাখিলের নির্দেশ দেন৷চার্জশীটে আসামী সিলেটের মেয়র আরিফুল হকের নাম লেখা হয় আরিফুল ইসলাম৷

এছাড়াও হবিগঞ্জের মেয়ার জি কে গউছের ঠিকানা শায়েসত্মানগরের ক্ষেত্রে লেখা হয় শায়েসত্মাগঞ্জ এবং জেলার নাম উলেস্নখ করা হয়নি৷২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক জনসভা শেষে বের হওয়ার পথে গ্রেনেড হামলায় সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়াসহ আওয়ামী লীগের ৫ জন নেতা-কর্মী নিহত হন৷