সংখ্যালঘু

দৈনিকবার্তা-মঠবাড়িয়ায়, ২ ডিসেম্বর, ২০১৪ : মঠবাড়িয়ায় সংখ্যালঘু ব্যাবসায়ীর দোকানে তালা লাগিয়েছে আওয়ামীলীগ নেতা ও বর্তমান মঠবাড়ীয়ার উপজেলা চেয়ারম্যান মো. আশরাফূল ইসলাম৷ গত সোমবার(০১/১২/১৪)বেলা ১১টার দিকে পিরোজপুরের মঠবাড়ীয়ার উত্তর বন্দরের সোনালী ব্যাংকের দক্ষিন পাশ্বর্ের আপন জুয়েলার্সে এ ঘটনা ঘটে৷ এলাকাবাসী জানান,আপন জুয়েলার্সের স্বত্যাধিকারী সঞ্জয় এর বড় ভাই সঞ্জীবের কাছে টাকা পাবে লোকজন সে ঘটনাকে কেন্দ্র করে এ তালা লাগিয়ে থাকতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে৷ কিন্তু দোকানের মালিক সঞ্জয় এর কাছে কোন লোক টাকা পাবে না এটা ঠিক তবে তাঁর বড় ভাই এর ব্যাবসা বানিজ্য সম্পূর্ন ভিন্ন হওয়া সত্বেও কেন তাঁর দোকানে তালা লাগিয়েছে এটা বোধগম্য নয়৷ বড় ভাই এর অপরাধের সাজা ছোট ভাই ভোগ করবে এটা হতে পারেনা৷ এরা সংখ্যালঘু বিধায়ই এদের সাথে যা করা হচ্ছে তা অমানবিক এবং অন্যায়৷ দোকানের মালিক সঞ্জয়ের সাথে আলাপকালে জানান, সোমবার বেলা ১১ টার দিকে চেয়ারম্যান সাহেব কয়েক জনকে নিয়ে আমার দোকানে এসে বলেন,তুমি দোকান থেকে বের হও এবং তোমার কর্মচারীদের দোকানের বাহিরে আসতে বলো আমরা দোকানে তালা লাগাবো৷ এই বলে দোকানে তালা লাগিয়ে দিয়ে বলে তোমার বড় ভাইকে নিয়ে সন্ধায় আমার অফিসে আসো৷ আমি সন্ধায় চেয়ারম্যান সাহেবের সাথে দেখা করি এবং আমার বড় ভাই আমার কথা শোনে না বলে তাদেরকে জানাই৷
সরজমিনে মঙ্গলবার সকালে গিয়ে দেখা যায় দোকানের সাটারে তালা ঝুলানো৷ ব্যাবসা প্রতিষ্ঠান দুদিন ধরে সম্পূর্ন বন্ধ রয়েছে৷তার বড় ভাই সঞ্জীবের ব্যাবসা বানিজ্য সকল কিছু আলাদা থাকা সত্বেও তাঁর দোকানে তালা দেয়া ঠিক হয়নি বলে এলাক বাসী মনে করেন৷