দৈনিকবার্তা-ঢাকা, ১লা ডিসেম্বর, ২০১৪: গত ৩০/১১/২০১৩ তারিখ রাত ০৯.২৫ টায় ঢাকা মহানগর গোয়েন্দা ও অপরাধতথ্য বিভাগ ঢাকার লালবাগ থানাধীন এতিমখানা মোড় এলাকায় অভিযান পরিচালনা করে ৩ জঙ্গি সদস্যকে গ্রেফতার করেছে৷ গ্রেফতারকৃতরা হলো ১৷ মোঃ নূর হোসেন @ রফিকুল ইসলাম (২৬) ২৷ ইয়াসির আরাফাত (২২) ও ৩৷ ওমর করিম (২৫)৷ তাদের হেফাজত হতে ০৫ টি ডেটনেটর, ০২টি জেল বোমা ও ১০০গ্রাম সাদা ও কমলা রংয়ের বিস্ফোরক জাতীয় পদার্থ উদ্ধার করা হয়৷ এরা আরএসও, জিআরসি ও এআরইউ এর রোহিঙ্গা জঙ্গি সদস্য৷
ভারতের বর্ধমানের খাগড়াঘরে বিস্ফোরণের ঘটনার পর আনত্মঃদেশীয় জঙ্গি নেটওয়ার্ক এর খোঁজে বাংলাদেশ এবং ভারতের গোয়েন্দা সংস্থা’র পারস্পরিক তথ্য আদান-প্রদানের ভিত্তিতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রাখে৷ এরই ধারাবাহিকতায় পরিচালিত অভিযানের মাধ্যমে তাদেরকে গ্রেফতার করা হয়৷
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায় যে, বর্ধমানে বিস্ফোরণের ঘটনায় জড়িত রোহিঙ্গা নাগরিক খালেদ মোহাম্মদ @ আব্দুর নুর’কে তারা তাদের আদর্শিক গুরম্ন মনে করে৷ এরা রোহিঙ্গা সংগঠন জঝঙ, এজঈ, অজঙ জঙঐওঘএঅ টঘওঞঝ ঠঙওঈঊ ঋঙজ ঐটগঅঘ জওএঐঞঝ এর সক্রিয় সদস্য এবং সবাই মিয়ানমারের নাগরিক৷ তারা অবৈধভাবে বাংলদেশে অনুপ্রেবেশ করে বিভিন্ন মাদ্রাসায় পড়াশুনার আড়ালে বিভিন্ন উগ্র জঙ্গি সংগঠনের কার্যক্রম পরিচালনা করে আসছে৷ চট্টগ্রাম, কঙ্বাজার ও পার্বত্য এলাকায় বিভিন্ন এনজিও, এতিমখানা ও বিশ্ববিদ্যালয়ের আড়ালে এরা জঙ্গি সংগঠনের কার্যক্রম পরিচালনা করে আসছে৷ গ্রেফতারকৃতদের বিরম্নদ্ধে লালবাগ থানায় সন্ত্রাস বিরোধী আইন ও বিস্ফোরক আইনে দু’টি মামলা দায়ের করা হয়েছে৷
ডিবি’র উপ-পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায় পিপিএম এর নির্দেশনায়, অতিঃ উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ছানোয়ার হোসেন পিপিএম (বার) এর তত্ত্বাবধানে বোম্ব ডিসপোজাল ইউনিটের সহকারী পুলিশ কমিশনার মোঃ রহমত উলস্নাহ্ চৌধুরী এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়৷ মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকা৷