দৈনিকবার্তা-গোদাগাড়ী, ১লা ডিসেম্বর, ২০১৪: গোদাগাড়ী উপজেলার ৯টি ইউনিয়নে সরিষার আবাদে বাম্পার ফলনের স্বপ্ল দেখছেন কৃষকরা৷ উপজেলার ইউনিয়ন গুলোতে দিগনত্ম মাঠ জুড়ে সরিষার আবাদ চোখে পড়েছে৷ কোথাও কোথাও হলুদ ফুলে ভরে উঠেছে সবুজ প্রানত্মর৷ দুচোখ যতদুর যায় ততোদুর হলুদ আর হলুদ সরিষার ফুলের মৌও মৌও গন্ধে ভরে গেছে মাঠের পর মাঠ ৷ মৌমাছি গুন গুনে মুখরিত হয়ে উঠেছে সরিষার মাঠ গোদাগাড়ী উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে এবছর উপজেলায় ৫ হাজার ১৬০ হেক্টর জমিতে কৃষকরা সরিষা চাষ করেছে৷ যা গতবছর ছিল ৫ হাজার ৭০হেক্টর জমিতে ৷ উত্পাদনের লক্ষ্য মাত্রা ছিল গতবার ৫ হাজার ৯ শত ৮২ মেট্রটিক টন৷ সরজমিনে দেখা গেছে উপজেলার বিল চওড়াই, আষাড়িয়াদহ, গ্রোগ্রাম, মাটিকাটা, রিশিকুল, মোহন পুর ও কমলাপুর বিলের এসব এলাকায় বিসত্মর্ীণ মাঠ জুড়ে কৃষকরা ব্যাপক হারে সরিষার চাষ করেছে৷ এবার অবহাওয়া অনূকুল থাকায় সরিষা চাষ দ্বিগুন হারে বেড়েছে ও ফলন বেশি হবে বলে কৃষকরা আশা করছে৷ বিল চওড়াই মাজারুল ইসলাম, গ্রোগ্রামের ইসমাইল হোসেন,সরমংলার আলী হোসেন, রিশিকুলের আব্দুল মালেক, চরকানা পাড়ার হাসান আলী সহ কয়েকজন সরিষা চাষীদের সাথে কথা বলে জানা গেছে গত বছর ভাল দাম পাওয়ায় এবার চাষীরা খুব যত্নসহকারে সরিষা চাষের দিকে ঝুকে পড়েছে৷ চাষীরা বলেন যে, এবার জমিতে সময় মত সার প্রয়োগ,পানি সেচ, কীটনাশক স্প্রেসহ সকল প্রকার পরিচর্যা করছেন৷ সে কারণে সরিষার গাছ গুলোতে পর্যাপ্ত ফূল এসেছে৷ কৃষকরা বিভিন্ন জাতের সরিষা চাষ করছেন৷ তবে স্বপ্ল খরচে উন্নত জাতের বীজ সংগ্রহ করে অধিক লাভবান হওয়া যাবে বলে মনে করে ৷