1416415664_11456_1

দৈনিকবার্তা-ঢাকা, 0১ ডিসেম্বর: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে বিদেশিদের কাছে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন৷ এটা রাষ্ট্রদ্রোহিতার শামিল৷ এ অবস্থান থেকে বিএনপি নেত্রীকে সরে আসতে হবে৷

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তাঁর অতীত অপকর্ম, দুঃশাসন আড়াল করতে মাত্রাতিরিক্তভাবে অসত্য ও অশোভন বক্তব্য দিচ্ছেন বলে মনে করে ক্ষমতাসীন আওয়ামী লীগ৷ দলটির মতে, খালেদা জিয়া বিকেল পাঁচটার আগে ঘুম থেকে না উঠতে পারায় বর্তমান সরকারের উন্নয়ন দেখতে পান না৷

সোমবার আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন দলটির যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর কবির নানক৷গত ৫ জানুয়ারির নির্বাচন নিয়ে কুমিল্লায় বিএনপি চেয়ারপারসনের দেয়া বক্তব্যের প্রেক্ষিতে এ সংবাদ সম্মেলন আহ্বান করা হয়৷

নানক বলেন, গত শনিবার কুমিল্লায় ২০ দলীয় জোটের এক জনসভায় বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া দেশের আইন শৃঙ্খলা বাহিনীকে ট্রেনিং, অস্ত্র ও গুলি না দেয়ার জন্য বিদেশিদের প্রতি আহ্বান জানিয়েছে৷ যা স্বাধীনতা, সার্বভৌমত্ব ও রাষ্ট্রবিরোধী৷ এ অবস্থান থেকে সরে না আসলে খালেদা জিয়াকে জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে৷

তিনি বলেন, আমরা গভীর ক্ষোভের সঙ্গে লক্ষ্য করছি যে, বিএনপি ও জামায়াত জোট নেত্রী খালেদা জিয়া নিজের অতীত অপকর্ম, দুঃশাসন আড়াল করতে চান৷এ জন্য তিনি অতি সমপ্রতি মাত্রাতিরিক্তভাবে অসত্য, অসৌজন্যমূলক, অশোভন এবং তথ্য বিকৃতির মধ্য দিয়ে গণতন্ত্রপ্রিয় দেশবাসীর কাছে বিভ্রান্তি ছড়াতে তত্‍পর৷ আওয়ামী লীগের পক্ষ থেকে খালেদা জিয়ার এ কর্মকা-ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় আজকের সংবাদ সম্মেলনে৷তিনি আরো বলেন, খালেদা জিয়া বর্তমান সরকারকে খুনি সরকার বলছেন৷অথচ ৫ জানুয়ারির নির্বাচনকে প্রতিহত করার নামে সারাদেশে যে নারকীয় হত্যাকা- চালিয়ে তিনি নিজেই খুনি হিসেবে জাতির কাছে পরিচিত হয়ে উঠেছেন৷

বিএনপির আন্দোলন সম্পর্কে তিনি বলেন, বেগম খালেদা জিয়া আন্দোলনের সামনের কাতারে থাকার কথা বলেন৷ তিনি গত ২৯ ডিসেম্বর মার্চ ফর ডেমোক্রেসি নামে কর্মসূচি ঘোষণা করেও তাতে জনগণের সম্পৃক্ততা পাননি৷ ওইদিন বেগম জিয়া জনগণকে ঢাকায় আমন্ত্রণ জানিয়ে নিজেই ঘর থেকে বের হননি৷ দেশের জনগণ সরকার ও সাংবিধানিক অধিকার রক্ষায় বদ্ধপরিকর বলেও লিখিত বক্তব্যে দাবি করেন জাহাঙ্গীর কবির নানক৷

লিখিত বক্তব্যে জাহাঙ্গীর কবির নানক খালেদা জিয়াকে উদ্দেশ করে বলেন, নতুন পরিবর্তনের কথা বলে তিনি কি নতুন করে হাওয়া ভবন তৈরির ইঙ্গিত করেছেন? পুনরায় তাঁর কুপুত্র তারেক রহমানকে দুর্নীতির বরপুত্র রূপে বাংলার জনগণের সামনে উপস্থাপন করতে চান?নানক বলেন, খালেদা জিয়া বর্তমান সরকারকে খুনি সরকার বলেছেন৷ প্রকারান্ত রে তিনি নিজেকেই খুনি হিসেবে জাতির সামনে তুলে ধরেছেন৷ ৫জানুয়ারির নির্বাচন প্রতিহত করার নামে সারা দেশে যে নারকীয় হত্যাকাণ্ড তিনি চালিয়েছেন, এমনকি নির্বাচনের দিন নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত অফিসারসহ সাধারণ জনগণকে যেভাবে হত্যা করেছেন তাতে সেদিন বেশি দূরে নয়, বাংলার জনগণ খালেদা জিয়াকে খুনির কাঠগড়ায় দাঁড় করাবে৷

সমপ্রতি প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে নানক বলেন, যা কিছুই ভাবুন না কেন, বর্তমান গণতান্ত্রিক সরকার দেশের শিক্ষাব্যবস্থাসহ সকল সেক্টরে উন্নয়নের কার্যক্রম পরিচালনা করছে এবং করবে৷ প্রশ্ন ফাঁসসহ যেকোনো বিষয়ে বর্তমান সরকার জিরো টলারেন্সে অবস্থান করে, সঠিক তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদের চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি৷

র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সম্পর্কে খালেদা জিয়ার বক্তব্যের সমালোচনা করে নানক বলেন, আজকে বেগম খালেদা জিয়া র্যাবের বিরুদ্ধে কথা বলছেন৷ অথচ এই র্যাব তৈরি করেছিলেন তিনি নিজেই৷ নিজের তৈরি জিনিসটিকে তিনি কলঙ্কিত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছেন, যা বাংলার জনগণ কোনোভাবেই মেনে নেবে না৷ র্যাবের যেসব সদস্য দুষ্কর্মের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে শাস্তির ব্যবস্থা করা হচ্ছে৷

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ,কেন্দ্রীয় সদস্য সুজিত রায় নন্দী, এস এম কামাল হোসেন, আমিনুল ইসলাম প্রমুখ৷