দৈনিকবার্তা-ঢাকা,৩০ নভেম্বর ২০১৪: শ্রীলংকার বিরোধী দলগুলো রোববার আনুষ্ঠানিকভাবে দেশের দীর্ঘদিনের প্রেসিডেন্ট মাহিন্দ রাজাপাকসেকে আগামী জানুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচনে পরাজিত করার লৰ্যে তাদের যাত্রা শুরম্ন করেছে৷দেশের পুরানো রাজধানী পলন্নরম্নয়াতে প্রার্থনা ও জনসভার মাধ্যমে বিরোধী দলগুলো তাদের রাজাপাকসে পতনের কর্মসূচির সূচনা করে৷ প্রধান বিরোধী দলীয় প্রেসিডেন্ট পদপ্রাথর্ী মৈত্রীপাল সিরিসেনের রোববার বিকেলে পলন্নরম্নয়ায় একটি জনসভায় বক্তৃতা করার কথা রয়েছে৷মৈত্রীপাল গত সপ্তাহে রাজাপাকসের স্বাস্থ্যমন্ত্রীর পদে ইসত্মফা দিয়ে বিরোধী দলে যোগ দেন৷
সাম্প্রতিক সময়ে রাজাপাকসে সরকারের ১১ সদস্য পদত্যাগ করেছেন৷ তারা সিরিসেনকে সমর্থন জানিয়েছেন৷ আগামী ৮ জানুয়ারি দেশটির প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে৷ রাজাপাকসে রেকর্ড তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন৷ সংবিধান সংশোধনের মাধ্যমে তিনি তৃতীয়বার প্রতিদ্বন্দ্বিতার সুযোগ সৃষ্টি করেছেন৷ রাজাপাকসে সরকার ছেড়ে প্রধান বিরোধী দল ইউনাইটেড ন্যাশনাল পার্টি (ইউএনপি)তে যোগ দেয়া সিরিসেন গুরুত্বপূর্ণ ছোট ছোট বিরোধী দলগুলোর সমর্থন আদায় করতে সৰম হওয়ায় রাজাপাকসের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ সৃষ্টি হয়েছে৷ এদিকে রোববার রাজাপাকসে সরকারের আরো একজন পূর্ণ মন্ত্রী দলত্যাগ করেছেন৷ তিনি হলেন নবীন দিশানায়েকে৷ তিনি রাজাপাকসে সরকারের জনপ্রশাসন সংস্কার মন্ত্রী ছিলেন৷