Menon

দৈনিকবার্তা-ঢাকা, ২৯ নভেম্বর: দুর্নীতিবাজ ও দলবাজদের পরিহার করতে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধজানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন৷তিনি বলেন, দুর্নীতিবাজ ও দলবাজদের পরিহার করুন৷ শিক্ষাঙ্গন থেকে সন্ত্রাস দূর করুন৷ দেশে যারা বামপন্থি রাজনীতি করছে, লড়াই করছে তাদের সম্মান করুন৷

শনিবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ ওয়ার্কাস পার্টি আয়োজিত মৌলবাদী-সম্রাজ্যবাদী ষড়যন্ত্র রুখো জনজীবনের সংকট মোচন ও অসাসপ্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ রক্ষায় শীর্ষক সমাবেশে তিনি এসব কথা বলেন৷রাশেদ খান মেনন বলেন, এই সমাজের পরিবর্তনের জন্য দুর্নীতির বিরুদ্ধে আমরা লড়াই করছি৷ এই পরিবর্তনের যাত্রা আজ সমাবেশের মধ্য দিয়ে শুরু হলো৷ দেশের বামপন্থিদের ঐক্যের মাধ্যমে দেশ ও সমাজকে এগিয়ে নিয়ে যেতে হবে৷ তিনি আরও বলেন, দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে৷ দেশ থেকে সন্ত্রাস, দুর্নীতি, সামপ্রদায়িকতা দূর করতে না পারলে দেশের উন্নয়নে বাধা সৃষ্টি হবে৷দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্র মন্ত্রী বিসওয়াল’র বক্তব্যের সমালোচনা করে রাশেদ খান মেনন বলেন, বাংলাদেশের নির্বাচন সময়মত হবে৷ আমরা তো প্রশ্ন করিনি আমেরিকায় কখন নির্বাচন হবে, ইংল্যান্ডে কখন নির্বাচন হবে৷

মুক্তিযুদ্ধের বিজয়কে আমরা ধরে রাখতে পারিনি মন্তব্য করে মেনন বলেন, স্বাধীনতা যুদ্ধের পর ষড়যন্ত্র, ক্যু-পাল্টা কু্য বাংলাদেশের অগ্রযাত্রাকে বার বার ব্যাহত করেছে৷ ২০০১ সালের সংসদ নির্বাচনের পর দেশের মূল ভিত্তিকে ধ্বংস করার জন্য বিএনপি-জামায়াত জোট রাজাকার এবং আল-বদরদের প্রতিষ্ঠিত করেছে৷ রাষ্ট ও প্রশাসনের সর্বক্ষেত্রে তাদের নিয়োগ দিয়েছে৷ ২০০৮ সালে মহাজোট সরকার ক্ষমতায় এলেও এই ষড়যন্ত্র থেমে ছিলো না৷ তথাকথিত গণঅভ্যুত্থানের মাধ্যমে বিএনপি-জামায়াত ক্ষমতা দখলের ষড়যন্ত্র এখনও করছে৷ জঙ্গিবাদ ও মৌলবাদকে রুখতে সারা দেশের গ্রামে গ্রামে মানুষকে সুসংগঠিত করার আহ্বান জানান তিনি৷তিনি বলেন, ওয়ার্কার্স পার্টিকে বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়৷ আমরাই পারবো দেশের বিকল্প শক্তি হিসেবে দেশকে এগিয়ে নিয়ে যেতে৷ আমরা আছি, আমরা থাকবো৷

বিএনপি দেউলিয়া হয়ে গেছে, তাদের এখন রাজনৈতিক কর্মসূচি’ নেই মন্তব্য করে ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা বলেন, ৫ জানুয়ারির নির্বাচনের সময় বিএনপি নির্দলীয় সরকারের রূপরেখা দিতে ব্যর্থ হয়ে সংসদ থেকে পালিয়েছিলো৷ তার মানে তারা রাজনৈতিক দল হিসেবে দেউলিয়া হয়ে গেছে৷ বর্তমানে জিয়ার মাজারে ফুল দেওয়া ও জন্মদিন পালন করা ছাড়া তাদের আর কোনো কর্মসূচি নেই৷তিনি বলেন, বিএনপি এখন জামায়াতের রাজনীতির অংশে পরিণত হয়েছে৷ এ জন্য গোলাম আজমের ছেলে যখন বিএনপিকে বেইমান বলে তখন তাদের কোনো জবাব দেওয়ার সামর্থ নেই৷

১৪ দলের সমালোচনা করে তিনি বলেন, তারা এখন সংবাদ সম্মেলন ও প্রেস ব্রিফিং নির্ভর দলে পরিণত হয়েছে৷ এর পরিবর্তন দরকার৷ওয়ার্কার্স পাটির্র এ সমাবেশ দুপুর আড়াইটায় শুরু হয়৷ সমাবেশের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশন করে গণশিল্পী সংস্থার কন্ঠশিল্পীরা৷ পাটির্র সভাপতি রাশেদ খান মেননের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, সাধারণ সস্পাদক ফজলে হোসেন বাদশা, সংসদ সদস্য হাজেরা সুলতানা, মুস্তফা লুত্‍ফুল্লাহ, দলের পলিটবু্যরো সদস্য বিমল বিশ্বাস, কামরুল আহসান, মনোজ সাহা, হাফিজুর রহমান ভুঁইয়া, আমিনুল ইসলাম গোলাপ, সুশান্ত দাস, শফিউদ্দিন আহমেদ, ইকবাল কবির জাহিদ, নুরুল আহমদ বকুল প্রমুখ৷