সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম

দৈনিকবার্তা-ঢাকা, ২৯নভেম্বর: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দিশাই দু’আনার মন্ত্রী, চার আনাও নন। শনিবার খুলনা সর্কিট হাউজ ময়দানে খুলনা মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আশরাফ বলেন, তার সামনে দুইবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যেনো শিশুর মতো হাত পেতে বসে আছেন। মনে হচ্ছে দিশা নিশাই বাংলাদেশের ক্ষমতা খালেদা জিয়ার হাতে তুলে দেবেন।

মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজীনাকে কাজের লোক বলে অভিহিত করে তিনি বলেন, মজীনা কতো চেষ্টা করলো ৫ জানুয়ারির নির্বাচন বন্ধ করতে। এমনকি শেখ হাসিনা যাতে প্রধানমন্ত্রী না হয় সে চেষ্টাও করেছে সে। তার সকল চেষ্টা ব্যর্থ হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে তিনি চলে যাবেন। আর হয়তো কোনোদিন তিনি বাংলাদেশে আসবেন না। তাই কাজের লোক দিয়ে ক্ষমতা পরিবর্তন হবে না। মন্ত্রী বলেন, বাংলাদেশ এখন আর আগের অবস্থায় নেই। পৃথিবীর এমন কোনো শক্তি নেই যে নির্ধারিত সময়ের এক সেকেন্ড আগে শেখ হাসিনাকে তার ক্ষমতা থেকে নামাতে পারে। খালেদা জিয়াকে উপদেশ দিতে গিয়ে তিনি বলেন, বিদেশী প্রভুদের দ্বারে ধর্ণা দিয়ে লাভ নেই। এক বছর হয়ে গেছে, আর আছে চার বছর। আগামী নির্বাচনের জন্য প্রস্তুত হোন। বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে তিনি বলেন, তারেক রহমান বঙ্গবন্ধুর নামে রাষ্ট্রদ্রোহ মামলা করার কথা বলেছেন। সে জানে না মৃত ব্যক্তির নামে কোনো মামলা হতে পারে না। এই জ্ঞান যার নেই সে আবার ভবিষ্যতের নেতা হবে কীভাবে? সম্মেলনে সভাপতিত্ব করেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক এমপি। তার আগে সম্মেলন উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি।

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ, কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি প্রমুখ। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক এমপি।