তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু

দৈনিকবার্তা-ঢাকা, ২৯নভেম্বর: ইসলামী সহযোগিতা সংস্থা (অর্গানাইজেশন অভ্ ইসলামিক কো-অপারেশন-ওআইসি)’র সদস্য দেশগুলোর তথ্যমন্ত্রীদের সম্মেলনে যোগ দিতে হাসানুল হক ইনু শনিবার সকালে তেহরানের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। সোমবার ‘আইসিআইএম’ এর উচ্চপর্যায়ের কর্মকর্তাদের বৈঠক শেষে ৩ ও ৪ ডিসেম্বর তথ্যমন্ত্রীদের সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে যোগ দেবার পাশাপাশি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ইরান ও অন্য ইসলামী দেশগুলোর প্রতিনিধি এবং চিন্তাবিদদের সাথে পৃথকভাবে বৈঠকে মিলিত হবেন বলে আশা করা হচ্ছে। তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস এম হারুন-অর-রশীদ মন্ত্রীর সাথে রয়েছেন। সফর শেষে ৬ ডিসেম্বর তথ্যমন্ত্রীর দেশে ফেরার কথা।

ইরানী বার্তা সংস্থা ইরনা জানায়, ‘মুসলিম বিশ্বে শান্তি পুণরুদ্ধারে গণমাধ্যমের সাথে যোগাযোগ’ এবার ইসলামিক কনফারেন্স অভ্ ইনফরমেশন মিনিস্টার্স (আইসিআইএম) এর দশম অধিবেশনের মূল প্রতিপাদ্য বলে জানিয়েছেন ইরানের সংস্কৃতি ও ইসলামী বিধান বিষয়ক মন্ত্রী আলী জান্নাতী।

এর আগে ২০১২ সালের এপ্রিলে গ্যাবনের লিব্রেভিলে অনুষ্ঠিত নবম সম্মেলনে ওআইসি’র ৫৭টি সদস্য দেশের তথ্যমন্ত্রীবর্গ ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের বিপক্ষে ব্যাপক জনসচেতনতা কার্যক্রম হাতে নেবার বিষয়ে একমত হন।