দৈনিকবার্তা-ঢাকা, ২৯নভেম্বর: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী জানুয়ারি মাসে রোড সেফটির অংশ হিসেবে মহাসড়কের ব্ল্যাক স্পটগুলোকে ক্রটিমুক্ত করার সংস্কার কাজের টেন্ডার আহবান করা হবে৷
তিনি বলেন,বিদেশী সংস্থা ইউএনডিপি রোড সেফটির জন্য বাংলাদেশের সাথে ১০ বছর মেয়াদী একটি চুক্তি সম্পাদন করেছে৷ সেই চুক্তি মোতাবেক রোড সেফটি নিশ্চিত করার জন্য দেশের মহাসড়কগুলোর ১৮৩টি ব্ল্যাক স্পটের মধ্যে ১৪৪টির উন্নয়নে ১৬৫ কোটি টাকা বাজেট ধরা হয়েছে৷ আগামী বছর জানুয়ারী মাসে এই সংস্কার কাজের টেন্ডার আহবান করা হবে৷ মন্ত্রী শনিবার সকালে রাজধানীর কুড়িলস্থ দৈনিক যুগানত্মর কার্যালয়ে কনফারেন্স কক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) এর ২২ বছর পদাপর্ণ উপলক্ষে সড়ক দুর্ঘটনা রোধে দায়িত্ব কার শীর্ষক গোল টেবিল আলোচনা অনুষ্টানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন৷দৈনিক যুগানত্মর,যমুনা টেলিভিশন এবং নিরাপদ সড়ক চাই যৌথভাবে এই আলোচনার আয়োজন করে৷
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেন, আমরা যতদিন রাস্ট্রীয় ৰমতায় আছি এবং মন্ত্রীত্বের দায়িত্বে নিযোজিত রয়েছি, ততদিন দেশের স্বার্থে জনগণের জন্য কাজ করতে চাই৷রাজধানী ঢাকা শহরের যানজট কমে আসুক বলে আশা প্রকাশ করে মন্ত্রী বলেন, আমার কোন কর্তৃত্ব চাইনা৷ আমি এখানে কাজ করতে এসেছি৷
ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া থেকে রাসত্মা-ঘাটের দুরাবস্থার তথ্য পেলেই তিনি তাত্ক্ষনিকভাবে কাজের দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার ও অন্যান্য কর্মকতর্াদের সাথে কথা বলে সংস্কারের উদ্যোগ নিচ্ছেন বলেও জানান৷
দৈনিক যুগানত্মরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তৃতা করেন- দৈনিক যুগানত্মরের প্রকাশক অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি, সিনিয়র সহকারী সম্পাদক মাহাবুব কামাল,যমুনা টিভি’র হেড অব নিউজ জাকারিয়া কাজল, নিসচা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াছ কাঞ্চন,মহাসচিব শামীম আলম দীপেল,ঢাকা মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার আব্দুল জলিল,বুয়েটের অধ্যাপক মো: সামসুল হক,ঢাকা জেলা সড়ক পরিবহন সমিতির সভাপতি আবুল কালাম, বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের সাধারণ সম্পাদক মো: সেমান আলী, পরিবহন সমিতির নেতা মোজাম্মেল হক প্রমুখ৷দৈনিক যুগানত্মরের চিফ রিপের্াটার রফিকুল ইসলাম রতন অনুষ্টানটি পরিচালনা করেন৷
ওবায়দুল কাদের বলেন,এখন আর সড়কে কোন বদলি বানিজ্য নেই৷ বিভিন্ন ধরনের অভিযোগের কারণে ইতোমধ্যে বেশ কিছু কর্মকর্তাকে মাগুরা,পঞ্জগড় সহ বিভিন্ন জায়গায় বদলি করা হয়েছে৷ মন্ত্রী আরো বলেন, মিরপুর বিআরটিএ অফিসে পুর্বে ১জন মাত্র ম্যাজিষ্ট্রেট ছিল৷ বর্তমানে সেখানে একজনের পরিবর্তে ৫জন ম্যাজিষ্ট্রেট নিয়োগ করা হয়েছে৷ নতুন আরো ১জন ম্যাজিষ্ট্রেট নিয়োগ দানের প্রক্রিয়া চলছে৷