munsogong_0

দৈনিকবার্তা-কঙ্বাজার, ২৯নভেম্বর: বঙ্গোপসাগরে ডুবে যাওয়া ফিশিং ট্রলার এফবি বন্ধনের খোঁজ পেয়েছে নৌবাহিনী৷ সেন্টমার্টিন থেকে ২৮ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরে এর অবস্থান শনাক্ত করতে পেরেছেন তারা৷সাইড স্ক্যান সোনারের মাধ্যমে নিখোঁজ ট্রলারটির সন্ধান পায় নৌবাহিনী৷ উদ্ধারকাজে যোগ দিতে চট্টগ্রাম থেকে রওনা হয়েছে নৌবাহিনীর জাহাজ সৈকত৷

বৃহস্পতিবার রাতে বসুন্ধরা-৮ নামের একটি জাহাজ সিঙ্গাপুর যাচ্ছিল৷ রাত সাড়ে তিনটার দিকে গভীর সমুদ্রে মাছ ধরতে থাকা ফিশিং ট্রলার এফবি বন্ধনকে ধাক্কা দেয় জাহাজটি৷এতে ২৯ জন মাঝিমাল্লা নিয়ে ডুবে যায় ট্রলারটি৷ নৌবাহিনী ও কোস্টগার্ড এ পর্যন্ত একজনের মৃতদেহ উদ্ধার করেছে৷ জীবিত উদ্ধার হয়েছে তিন জন৷ এখনো নিখোঁজ রয়েছে ২৫ জন৷

শনিবার বিকেল সাড়ে ৪টা পর্যন্ত নিখোঁজ জেলেদের সন্ধান পায়নি অভিযান পরিচালনাকারী দল৷এদিকে, নৌবাহিনীর ডুবুরী দল নিখোঁজদের সন্ধানে এখনো সাগরের তলদেশে অনুসন্ধান অব্যাহত রেখেছে৷এর আগে সাইড স্ক্যান সোনারের মাধ্যমে নৌবাহিনী বেলা ১২টার দিকে সেন্টমার্টিন থেকে ২৮ নটিক্যাল মাইল দূরে ডুবে যাওয়া ট্রলারের অবস্থান শনাক্ত করে৷ নৌবাহিনীর উদ্ধারকারী চার জাহাজ সমুদ্র জয়, অতন্দ্র, অদম্য ও সৈকত ডুবে যাওয়া ট্রলার উদ্ধারে কাজ করছে৷ তবে এখনো পর্যন্ত ট্রলারটি সাগরের তলদেশ থেকে উদ্ধার করা সম্ভব হয়নি৷

চট্টগ্রাম নৌবাহিনীর গোয়েন্দা কমান্ডার শামীম এসব তথ্য নিশ্চিত করে জানান, অবস্থান সনাক্ত হওয়া ট্রলারে কোনো মৃতদেহ রয়েছে কি না তা সনাক্তে নৌবাহিনীর ডুবুরী দল কাজ করছে৷বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টায় সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পশ্চিমে বঙ্গোপসাগরে সিঙ্গাপুরগামী একটি জাহাজের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়৷ এরপর এক জেলের মৃতদেহ ও দুইজনকে জীবিত উদ্ধার করা হলেও নিখোঁজ রয়েছে আরো ২৫ জন৷

এদিকে,কঙ্বাজারের সেন্ট মার্টিনের অদূরে বঙ্গোপসাগরে মাছধরা ট্রলার এফভি বন্ধন ডুবির ঘটনায় একটি জাহাজকে দায়ী করে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে ট্রলারের মালিকপক্ষ৷শুক্রবার রাতে ট্রলারের মালিক বেঙ্গল ফিশারিজের পক্ষ থেকে চট্টগ্রামের পতেঙ্গা থানায় এই জিডি করা হয়ে বলে জানিয়েছেন পতেঙ্গা থানার ওসি মো. শাহাবউদ্দিন৷বৃহস্পতিবার রাত ৩টার দিকে বঙ্গোপসাগরের ১১ নম্বর পয়েন্টে চট্ট্রগ্রামর বেঙ্গল ফিশারিজ লিমিটেডের মালিকানাধীন ট্রলার এফবি বন্ধন ২৯ জন মাল্লা ও জেলেসহ ডুবে যায়৷ এর ২৬ আরোহী এখনও নিখোঁজ৷

মার্চেন্ট ভেসেল বসুন্ধরা-৮ নামের সিঙ্গাপুরগামী একটি জাহাজের ধাক্কায় বন্ধন ডুবে যায় বলে বেঙ্গল ফিশারিজ কর্তৃপক্ষের দাবি৷ওসি শাহাবউদ্দিন বলেন, বেঙ্গল ফিশারিজের পক্ষ থেকে করা জিডিতে দুর্ঘটনার জন্য বসুন্ধরা-৮ নামে মার্চেন্ট ভেসেলকে দায়ী করা হয়েছে৷জিডিতে বলা হয়েছে, ডুবে যাওয়া ট্রলারের বেঁচে যাওয়াদের সঙ্গে টেলিফোনে কথা বলে মালিকপক্ষ বসুন্ধরা-৮ এর ধাক্কা দেওয়ার বিষয়টি জেনেছেন৷

দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করা একজনের মৃতদেহ শনিবার সকালে পতেঙ্গা ১৫ নম্বর ঘাটে আনা হয়েছে৷ সুরতহাল করে লাশটি বাংলা বাজার ঘাটে বেঙ্গল ফিশারিজ কার্যালয়ে পাঠানো হবে বলে ওসি জানান৷তিনি বলেন,এই মৃত্যুর ঘটনায় আইন অনুযায়ী মামলা হবে৷এদিকে ডুবে যাওয়া ট্রলার ‘এফভি বন্ধন’র অবস্থান নৌবাহিনীর উদ্ধারকারী দল নিশ্চিত হয়েছে বলে জানা গেছে৷