Suranjit-Imam

দৈনিকবার্তা-ঢাকা, ২৮নভেম্বর: স্ট্যান্ড বাজি নয়, গঠনমূলক সমালোচনার মাধ্যমে বিএনপিকে রাজনীতি করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত৷এসময় সুরঞ্জিত আগামী নির্বাচনে আওয়ামী লীগের আসন পাওয়া ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম রাজনীতি ছেড়ে দেয়ার চ্যালেঞ্জর সমালোচনাও করেন৷

শুক্রবার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিশনে নৌকা সমর্থক গোষ্ঠী আয়োজিত চলমান রাজনীতি শীর্ষক এক আলোচনা সভায় সুরঞ্জিত এসব কথা বলেন৷প্রাথমিক সমাপনী পরীক্ষায় প্রশ্ন পত্র ফাঁসের দায় সরকারকে স্বীকার করে এর সঙ্গে জড়িতদের শাস্তি দেয়ার দাবি জানান আওয়ামী লীগের এ নেতা৷প্রশ্নপত্র ফাঁসে প্রথমে সরকারকে দোষ স্বীকার করে নিতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত৷ তিনি বলেছেন, তারপর চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে প্রশ্নপত্র ফাঁস বন্ধে৷ দোষীদের চিহ্নিত করে শাস্তি দিতে হবে৷ দেশের জনগণকে সঙ্গে নিয়ে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে৷

সুরঞ্জিত বলেন, আওয়ামী লীগ সরকার শিক্ষায় যুগান্তকারী অর্জন করেছে৷ কিন্তু এখানে একটি কালিমা হচ্ছে প্রশ্নপত্র ফাঁস৷ এটা আমাদেরকে স্বীকার করে নিতে হবে৷তিনি বলেন,প্রশ্ন পত্র ফাঁস খবর বের হলে আমাদের শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা প্রেস নোট পাঠিয়ে দিয়ে বলে এটা গুজব৷ কোনো প্রশ্নপত্র ফাঁস হয়নি৷ জাফর ইকবালের মতো লোক প্রশ্নপত্র ফাঁসে প্রমাণ দেখান৷ আর আমাদের শিক্ষামন্ত্রী বলেন প্রয়োজন হলে ফেসবুক বন্ধ করে দেবো৷ তারপরে হয়ত তিনি বলবেন টুইটার, মোবাইল, বিদ্যু বন্ধ করো দেবো৷ একদিন তিনি বলবেন শিক্ষা মন্ত্রণালয়ই বন্ধ করে দেবো৷ এটা কোনো সমাধান নয়৷

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে উদ্দেশ্য করে তিনি বলেন, আওয়ামী লীগের চাইতে বিএনপি যদি কম ভোট পায় তাহলে ফখরুল সাহেব রাজনীতি ছেড়ে দেবেন৷ আমি তাকে বলতে চাই, কী রাজনীতি করছেন যে তা ছেড়ে দেবেন৷ কী ত্যাগ স্বীকার করেছেন? মুক্তিযুদ্ধ, স্বৈচারবিরোধী কোনো আন্দোলনে আপনার ভূমিকা ছিল৷ স্টানবাজি দিয়ে রাজনীতি হয় না ফখরুল সাহেব৷ যা করতেন তা করেন৷নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিলে আওয়ামী লীগের জামানত থাকবে না মির্জা ফখরুলের দাবির পরিপ্রেক্ষিতে সুরঞ্জিত বলেন, ৫ জানুয়ারির নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করে আপনাদের তো আমানত নেই৷ নির্বাচন না করে যে ভুল হয়েছে এটা তো খালেদা জিয়া স্বীকার করেছেন৷ ভুলের খেসারত দিচ্ছেন আরো দেবেন৷

লন্ডনে হাউজ অব লর্ডসে গিয়ে জনগণের টাকা নষ্ট করা হচ্ছে দাবি করে আওয়ামী লীগের এ নেতা বলেন, এখানে যাওয়া বন্ধ করা উচিত৷ কারণ আওয়ামী লীগ সরকার স্বীকৃত সরকার৷ ওখানে গিয়ে বিএনপিকে বোঝানোর কোনো দরকার নেই এ নির্বাচন বৈধ৷ বিএনপির দরকার হলে তারা গিয়ে নালিশ করুক৷

আয়োজক সংগঠনের উপদেষ্টা হাজী সেলিমের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, নগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, হুমায়ুন কবির মিজি প্রমুখ৷