Trade Union---------------1

দৈনিকবার্তা-ঢাকা, ২৮নভেম্বর: শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু বলেছেন, শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় বর্তমান সরকার সব ধরনের কার্যকরি পদক্ষেপ গ্রহণ করেছে৷ সরকার দেশের শ্রমিকদের অর্থনৈতিক নিরাপত্তা দিতে শ্রম আইন কার্যকর ও ট্রেড ইউনিয়ন করার অধিকার সুনিশ্চিত করেছে৷তিনি আরো বলেন, দেশের গৃহকর্মীদের জন্য বর্তমান নীতিমালা অনুসরণ করে একটি আইন প্রণয়নের কাজ চলছে৷ খুব শিগগিরই তা সংসদে উত্থাপিত হবে বলে তিনি৷

শুক্রবার সকালে ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের দু’দিনব্যাপী ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন৷ মুজিবুল হক চুন্নু আরো বলেন, রানা পস্নাজা ও তাজরিনের ঘটনায় হতাহত ও ক্ষতিগ্রসত্ম সব শ্রমিকদের আর্থিক সহায়তা দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন৷ ক্ষতিগ্রসত্ম সকলে যাতে ক্ষতিপূরণ ও আর্থিক সহায়তা পান, সেজন্য সরকার সব ব্যবস্থ্থা গ্রহণ করেছে৷ শিগগিরই তা সাংবাদিক সম্মেলন করে জানানো হবে বলে তিনি জানান৷

বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি শহীদুলস্নাহ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অন্যদের মধ্যে ভারতের শ্রমিকনেতা অশোক ষোষ, নেপালের মদন ভশন্দ ও রাহিদ চক্রবতর্ী, দক্ষিণ আফ্রিকার ফিনা নাইমেকোসহ আনত্মর্জাতিক ও বাংলাদেশের বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ শুভে”ছা বক্তব্য রাখেন৷বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের প্রায় ৯শ’ শ্রমিক প্রতিনিধি দুদিনব্যাপী এই সম্মেলনে অংশ গ্রহণ করেন৷ শনিবার নতুন কমিটি গঠন করা হবে৷