দৈনিকবার্তা-ঢাকা, ২৮নভেম্বর: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দিন দিন মুসলিম লীগের মতো হচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু৷তিনি বলেন,মুসলিম লীগ মুক্তিযুদ্ধের বিপক্ষে গিয়ে বাংলাদেশের ইতিহাস থেকে চিরতরে মুছে গেছে৷ বিএনপি জামায়াতের পক্ষ নিয়ে ইতিহাস থেকে মুছে যাচ্ছে৷
শুক্রবার বেলা ১১টায় বিএমএ ভবন অডিটোরিয়ামে বাংলাদেশের কমিউনিষ্ট আন্দোলনের স্থপতি ভাষা সৈনিক কমরেড মোহাম্মদ তোয়াহা’র ২৭তম স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন৷হাসানুল হক ইনু বলেন, জামায়াত ইসলামও এদেশ থেকে মুছে যেত কিন্ত জিয়াউর রহমান জামায়াতকে রাজনীতি করার সুযোগ দিয়ে প্রতিষ্ঠিত করেছিলেন৷ ৮০ দশক থেকে ২০০১ সাল পর্যন্ত রাজাকারদের পর্দার আড়ালে রেখেছে বিএনপি৷ আর ২০০১ সালের এর পর খালেদা জিয়া প্রকাশ্যে জামায়াতের সঙ্গে নিয়ে দেশের মানুষের বিপক্ষে দাঁড়িয়েছেন৷
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর খালেদাকে এক ভাবলে চলবে না উল্লেখ করে তথ্যমন্ত্রী ইনু বলেন, খালেদা জিয়া প্রকাশ্যে যুদ্ধাপরাদীদের পক্ষে অবস্থান নিয়েছেন আর শেখ হাসিনা যুদ্ধাপরাধীদের বিচার করছেন৷ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আন্দোলনের নামে দেশে অশান্তি তৈরির হুঙ্কার দিচ্ছেন বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু৷তিনি বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ৫ জানুয়ারির নির্বাচন ও সাংবিধানিক প্রক্রিয়া ধ্বংস করতে ব্যর্থ হয়ে আন্দোলনের নামে সন্ত্রাসের হুমকি দিচ্ছেন৷ইনু বলেন, মনে রাখতে হবে বেগম খালেদা জিয়ার অতীতের অবস্থান সন্ত্রাসবাদী ও জঙ্গিবাদী৷ তিনি এর জন্য ক্ষমা চাননি৷ নির্বাচনের কথা বলে তিনি পারিবারিক অপরাধ ঢাকার চেষ্টা করছেন৷
তিনি খালেদা জিয়াকে সন্ত্রাস ও জঙ্গিবাদের পথ পরিহার করে গণতন্ত্রের ভাষায় কথা বলার আহ্বান জানান৷খালেদা জিয়া অশান্তিবাদী ও সন্ত্রাসবাদী’ নেত্রী হিসাবে ভূমিকা রাখছেন বলেও অভিযোগ করেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি৷ইনু বলেন, বেগম খালেদা জিয়া যে হুঙ্কার ছাড়ছেন, এই হুঙ্কার সন্ত্রাসবাদীর হঙ্কার, অশান্তি তৈরির হুঙ্কার৷ তিনি গণতন্ত্রের পথ পরিহার করে অশান্তিবাদী ও সন্ত্রাসবাদী নেত্রী হিসেবে যে ভূমিকা রাখছেন সেটি গণতন্ত্রের পথে হুমকি৷বিএনপি নেত্রী খালেদা জিয়া দেশের বিভিন্ন জেলার জনসভায় সরকারের সমালোচনা করে আন্দোলনের মাধ্যমে নতুন নির্বাচন দিতে বাধ্য করা হবে বলে হুমকি দিয়ে আসছেন৷
খালেদা জিয়াকে গণতন্ত্রের ভাষায় কথা বলারও পরামর্শ দিয়ে তথ্যমন্ত্রী বলেন, বেগম খালেদা জিয়ার কথা বলা বন্ধ করা হয়নি, উনি সভা সমাবেশ করতে চাইলেও কোন অসুবিধা নেই৷ কিন্তু যখনই উনি আন্দোলনের কথা বলেন তখনই আমাদের সতর্ক হতে হয়৷ কারণ আন্দোলনের নামে তিনি অতীতের মতো বর্তমানেও সন্ত্রাসবাদ কায়েম করার চেষ্টা করেন৷
বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল) আয়োজিত স্মরণ সভায় সংগঠনের সাধারণ সম্পাদক কমরেড দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- লেখক, গবেষক ও বুদ্ধিজীবি সৈয়দ আবুল মকসুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মেসবাহ্ কামাল, অ্যাডভোকেট বীরেন শাহা, এমএ গণি প্রমুখ৷