28-11-14-Rail Minister-1

দৈনিকবার্তা-কুমিল্লা, ২৮নভেম্বর: রেলপথ মন্ত্রী মোঃ মুজিবুল হক এমপি বলেছেন, স্বাধীনতা যারা চায়নি যারা দেশের লক্ষ লক্ষ মা-বোনের ইজ্জত লুন্ঠন করেছে বিএনপি তাদের নিয়ে জনসভা করে৷ দেশে যুদ্ধাপরাধীদের চলছে স্বাধীনতা বিরোধী রাজাকারদের একে একে ফাঁসি হচ্ছে শাসত্মি হচ্ছে৷ জাতির শত্রম্ন রাজাকারা যখন জনগণ থেকে বিচ্ছিন্ন ঠিক সেই সময় বিএনপি নেত্রী খালেদা জিয়ার জনসভার মিছিল থেকে যুদ্ধাপরাধীদের রৰার মিছিল বের হয়৷ যারা বঙ্গবন্ধুকে হত্যা করে বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চেয়েছেন তারা আজ জনগণ থেকে বিচ্ছিন্ন৷ বিএনপি জামায়াত আবারো দেশে বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্রে লিপ্ত তাই তাদের বিরুদ্ধে সকলকে সজাগ থাকতে হবে৷ মন্ত্রী গতকাল ২৮ নভেম্বর শুক্রবার চৌদ্দগ্রামে বিভিন্ন উন্নয়ণ মূল কর্মকান্ডের উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন৷

মন্ত্রী আরো বলেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া আওয়ামীলীগ সরকারের উন্নয়ন দেখে এখন দিশেহারা হয়েগেছে৷ তাই কোন ইসু্য ছাড়াই জনসভার নামে মানুষকে বিভ্রনত্ম করছে৷ বিএনপি ক্ষমতায় এলে দেশের সম্পদ লুটপাট হয়, বিদু্যতের নামে খাম্বা দূনর্ীতি হয়৷ আর আওয়ামীলীগ এলে দেশে উন্নয়নের জোয়াড় বয়ে যায়৷ বিএনপি-জামায়াতের সঙ্গে নিয়ে ধব্বংস হয়ে গেছে৷ জনগণ তাদের উপর থেকে এখন মুখ ফিরিয়ে নিয়েছে যার প্রমাণ ৫ জানুয়ারীর নির্বাচন৷ বিএনপি কে ছাড়াই দেশের মানুষ নির্বাচনে অংশ গ্রহন করেছে যার ফলে দেশে এখন শানত্মি বিরাজ করছে৷

বিএনপি দেশের মানুষ শানত্মিতে থাক এটা চায় না তাই দেশে হরতালের নামে কিছুদিন পূর্বে নৈরাজ্য সৃষ্টি করতে অপচেষ্টা চালিয়েছে৷ বিএনপি নেত্রীর সরসরি মদদে দেশের সম্পদে আগুনদিয়েছে জামায়াত শিবির৷ যা দেশের মানুষের নিকট স্পষ্ট হয়েগেছে৷ তাই মানুষ এসব জ্বালাও পোড়াও বিশ্বাস না করে আওয়ামীলীগকে ক্ষমাতায় বসিয়েছে৷ আওয়ামীলীগ এলে দেশের সম্পদ লুটপাট হয়না খাম্বা দূনর্ীতি হয়না, হাওয়া ভবনের নামে অর্থ লুটপাট হয়না, দেশের সম্পদ অর্থ বিদেশে প্রচার হয়না৷

মন্ত্রী আরো বলেন, বিএনপির রাজনীতি হচ্ছে বিলাসিতার রাজনীতি৷ রাজনীতি করতে গিয়ে বিলাসিতা থাকলে তা রাজনীতি নয়৷ বিএনপি এখন জনগন থেকে বিচ্ছিন্ন হয়েগেছে তাই দেশের কোন কর্মকান্ডে তাদের দেখা যায়না৷ বিএনপি নেত্রীকে দেশের মানুষ এখন রঙ্গীন শাড়ি পরে এসি রম্নমে বসে নির্দেশ দেয় কাজে আসেনা কারণ বিএনপির সাথে যারা আছে তার দেশদ্রোহী স্বাধীনতা বিরোধী৷ যা নিয়ে জনগণ হাস্য রস আর রসিকতা করে৷

চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের তারাশাইল বাজার উন্নয়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা চেয়ারম্যান আব্দুস সোবহান ভূঁঞা হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম হাজারী, উপজেলা নির্বাহী কর্মকতর্া দেবময় দেওয়ান, চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র মিজানুর রহমান, উজেলা যুবলীগের সভাপতি বাতিসা ইউপি চেয়াম্যান জাহিদ হোসেন টিপু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও শ্রীপুর ইউপি চেয়ারম্যান শাহ জালাল মজুমদার, কনকাপৈত ইউপি চেয়ারম্যান বেলাল হোসেন শানত্ম প্রমূখ৷