দৈনিকবার্তা-নাটোর, ২৮নভেম্বর: নাটোর সদরের সুলতানপুর এলাকা থেকে প্রায় ৭ কোটি টাকা মূল্যের ১৩৮ কেজি ওজনের একটি কষ্টি পাথরের কালীমূর্তি উদ্ধার করেছে র্যাব-৫৷এ ঘটনার সাথে জড়িত পিতা ও পুত্রকে আটক করে নাটোর থানা হাজতে প্রেরন করেছে র্যাব৷ র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর কামরম্নজ্জামান পাভেল জানান, প্রায় ১০ মাস আগে নাটোর সদর উপজেলার ফুলসর গ্রামের মহসিন মিয়া ও তার পিতা শাহজাহান মিয়া একই এলাকার সুলতানপুর গ্রামের তাদের একটি পুকুর খননের সময় ১৩৮ কেজি ওজনের একটি কষ্টি পাথরের মূর্তি পান৷ এরপর থেকে তারা বিষয়টি প্রশাসনকে না জানিয়ে গোপনে শাহজাহান মিয়া মূর্তিটি বিক্রির চেষ্টা শুরম্ন করেন৷ পরে র্যাব তাদের গোয়েন্দাদের মাধ্যমে বিষয়টি জানতে পেরে ক্রেতাসেজে মূর্তিটি ক্রয় করার জন্য তাদের বাড়ি যায়৷ সেখানে গিয়ে নিশ্চিত হয়ে শুক্রবার ভোর রাতে ওই বাড়িতে র্যাব অভিযান চালায়৷ পরে ওই বাড়ি থেকে ১৩৮ কেজি ওজনের কালিমূর্তিটি উদ্ধার করে৷
এ সময় বেআইনী ভাবে মূর্তি রাখার অভিযোগে ফুলসর গ্রামের শাহজান মিয়া (৬২) ও তার ছেলে মহসিন আলী (২৫) কে র্যাব আটক করে৷ পরে শুক্রবার দুপুরে তাদের নাটোর প্রেসক্লাবে উপস্থিত করে প্রেস ব্রিফিং করে র্যাব৷ এ সময় র্যাব বাগমারা ক্যাম্পের আতিকুল ইসলাম উপস্থিত ছিলেন৷ পরে আটককৃত শাহজাহান ও তার ছেলে মহসিনকে এবং উদ্ধারকৃত কষ্টি পাথরের মূর্তিটি নাটোর সদর থানায় হসত্মানত্মর করা হয়৷ এ ব্যাপারে নাটোর থানায় মামলার প্রস্তুতি চলছে৷