দৈনিকবার্তা-ঢাকা, ২৮নভেম্বর: ক্ষমতাসীন আওয়ামী লীগকে পরগাছা সরকার বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ৷ তিনি বলেছেন, জনগণের ম্যান্ডেট ছাড়া একটি পরগাছা সরকার জাতির জন্য অপমানজনক৷শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন৷রিজভী বলেন,এই সরকার জনগণের দ্বারা সমর্থিত নয় বলেই নতুন বিশ্ব পরিস্থিতিতে অর্থনৈতিক, জাতি গঠন ও গণতন্ত্রচর্চার জন্য যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার, তা সচেতনভাবেই অগ্রাহ্য করা হচ্ছে৷ তিনি বলেন, তাদের বিশ্বাসের একমাত্র ভিত্তি হচ্ছে মানুষকে ভয় দেখানো৷ তাই অত্যন্ত নির্দয়ভাবে তারা মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে৷
বিএনপির এই নেতা বলেন, সরকারের মুখে দুর্নীতি বিষয়ে কথা এখন রঙ্গরসে পরিণত হয়েছে৷ রাবিশ ও বোগাস শব্দের ট্রেডমার্ক অর্থমন্ত্রী ঘুষ দেয়া নাকি অবৈধ নয় বলে যে ভয়ংকর ফতোয়া দিয়েছেন, এতে অর্থমন্ত্রীর এই কথায় আশকারা পেয়ে সুড়ঙ্গ কেটে ব্যাংক ডাকাতিসহ কাগজ জালিয়াতি করে সরকারি অর্থ আত্মসাত্কারী, ঘুষখোর, নির্লজ্জ দুর্নীতিবাজ এবং রাষ্ট্রের পুঁজি লুন্ঠনকারীরা আরও বেশি দুষ্কর্ম করার জন্য উত্সাহে মেতে উঠেছে৷
কুমিল্লায় ২০ দলীয় জোটের শনিবারের (২৯ নভেম্বর) জনসভা আয়োজনে বাধা দিচ্ছে বলে অভিযোগ করেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ৷তিনি বলেন,জনসভা বাধাগ্রস্ত করতে সরকারের লোক ও প্রশাসন বিভিন্নভাবে বাধা দিচ্ছে ও ভয় দেখাচ্ছে৷
রিজভী বলেন, কুমিল্লায় আগামীকালের জনসভা উপলক্ষে কুমিল্লা ও আশপাশের এলাকায় উত্সবের আমেজ বিরাজ করছে৷ আগামীকাল কুমিল্লা টাউন হল মাঠে জনসভা অনুষ্ঠিত হবে৷ এজন্য কুমিল্লায় সাজ সাজ রব পড়ে গেছে৷তিনি বলেন, সরকার ও কুমিল্লা প্রশাসন বিভিন্নভাবে বাধা দিচ্ছে৷ তারা ব্যানার-ফেস্টুন লাগাতে বাধা দিচ্ছে ও ছিড়ে ফেলছে৷ এত কিছুর পরেও কুমিল্লার জনসভায় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জনতার ঢল নামবে৷এসময় সরকারকে ভোটারবিহীন পরগাছা সরকার’ বলে আখ্যায়িত করেন তিনি৷
সংবাদ সম্মেলনে রিজভী বলেন,জনগণের ম্যান্ডেট ছাড়া একটি পরগাছা সরকার জাতির জন্য অপমানজনক৷ এই সরকার জনগণের দ্বারা সমর্থিত নয় বলেই নতুন বিশ্ব পরিস্থিতিতে অর্থনৈতিক, জাতি গঠন এবং গণতন্ত্র চর্চার জন্য যে ধরনের পদক্ষেপ গ্রহণ করা দরকার সেটি সচেতনভাবেই অগ্রাহ্য করে শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য রাষ্ট্রীয় সন্ত্রাসের তীব্রতা বৃদ্ধি করে মানুষের গণতান্ত্রিক অধিকারগুলোকে ধ্বংস করা হয়েছে৷
রাষ্ট্রক্ষমতায় থাকার শর্ত যে গণসম্মতি, যেটি একমাত্র ভোটের মাধ্যমে প্রতিফলিত হয়- এটি তারা বিশ্বাস করে না৷ এইজন্য তাদের বিশ্বাসের একমাত্র ভিত্তি হচ্ছে মানুষকে ভয় দেখানো৷ তাই অত্যন্ত নির্দয়ভাবে তারা মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে৷রিজভী বলেন, দুদক উপন্যাসের একচোখা দৈত্যের মতো দায়মুক্তি দিয়ে যাচ্ছে৷
তিনি বলেন, আর দুদক আরব্য উপন্যাসের একচোখা দৈত্যের ন্যায় প্রভাবশালী ক্ষমতাসীনদের রেহাই দিয়ে যাচ্ছে৷ দুদকের ধোয়া মোছার সার্টিফিকেটে পদ্মা সেতু কেলেঙ্কারিতে সৈয়দ আবুল হোসেন, আবুল হাসান চৌধুরীসহ দশজন দায়মুক্তি পেয়েছেন৷ সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, সাবেক সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মোজাম্মেল হোসেন, সাংসদ আসলামুল হক ও বিটিএমসির সাবেক চেয়ারম্যান আবুল কালামের দুর্নীতির মামলা উঠিয়ে নেয়া হয়েছে৷ রেল কেলেঙ্কারির ঘটনায় সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের বিরুদ্ধে অভিযোগের কোনো অনুসন্ধানই হয়নি৷ অথচ জিয়া পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলাকে কিভাবে গায়ের জোরে টিকিয়ে রাখা হয়েছে সেটাও দেশবাসী লক্ষ্য করছে৷