Haj-2

দৈনিকবার্তা-ঢাকা, ,২৭ নভেম্বর: ২০১৫ সালে হজে যেতে আগ্রহীদের অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে৷আগামী ১৫ডিসেম্বওরেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হবে৷চলবে ৩০ জানুয়ারি পর্যন্ত৷বৃহস্পতিবার ধর্ম মন্ত্রণালয়ে হজ সংক্রান্ত অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে৷ ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সচিব চৌধুরী মো. বাবুল হাসানসহ মন্ত্রণালয়ের ঊধর্্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন৷

বৈঠক সূত্র জানায়, আগামী বছর হজ পালনের জন্য অনলাইনে নিবন্ধন করা বাধ্যতামূলক৷ অনলাইন নিবন্ধন ছাড়া হজব্রত পালনের ছাড়পত্র না৷সূত্র আরো জানায়, শৃংখলা ও নানা জালিয়াতি ঠেকাতে এ উদ্যোগ নেয়া হয়েছে৷ তাছাড়া হজ যাত্রীদের সেবাদানের ক্ষেত্রে এ নিবন্ধন কার্যক্রম আশানুরূপ ফল দিবে, হয়রানি কমবে৷

২০১৫ সালে হজ গমনেচ্ছুদের রেজিস্ট্রেশনের সময়সীমা দুই মাস এগিয়ে আনা হয়েছে৷ আগামী ১৫ ডিসেম্বর থেকে এ কার্যক্রম শুরু হয়ে শেষ হবে ৩০ জানুয়ারি৷গত বছর রেজিস্টেশন কার্যক্রম ফেব্রুয়ারিতে শুরু হয়৷ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান জানান, এ বছর হজযাত্রীদের রেজিস্ট্রেশনের খরচ কিছুটা বাড়তে পারে৷ কারণ হিসেবে তিনি উল্লেখ করেন- এ বছর হজযাত্রীদের সিটি চেকিং ও টিকিট বিক্রির কমিশন ফি বাড়ানোর দাবি উঠেছে৷ তবে মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে৷

এছাড়া হজ রেজিস্ট্রেশনের সব লেনদেন করতে হবে ব্যাংকের মাধ্যমে৷এ বিষয়ে সৌদি সরকারের বাধ্যবাধকতাও রয়েছে৷মন্ত্রী মতিউর রহমান জানান, কোনো ধরনের ম্যানুয়াল পাসপোর্ট এ বছর গ্রহণ করা হবে না৷ গতবছর যে সব এজেন্সির যাত্রী হজে যেতে পারেনি সেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথাও জানান মন্ত্রী৷ তিনি বলেন, কমিটি গঠন করে দেয়া হয়েছে৷ অপরাধ অনুযায়ী অভিযুক্ত এজেন্সির লাইসেন্স বাতিলসহ জেল জরিমানা করা হবে৷ তবে মন্ত্রণালয় ব্যবস্থা গ্রহণের পর এজেন্সিগুলো আদালতে গিয়ে সিদ্ধান্তের ওপর স্থগিতাদেশ নিয়ে আসে; এ কারণে সরকার সৌদি সরকারের পক্ষ থেকে পাঠানো নিষেধাজ্ঞার জন্য অপেক্ষা করবে৷মন্ত্রী বলেন, আগামী ৮ ডিসেম্বর মন্ত্রিসভায় হজ প্যাকেজ অনুমোদন পাবে বলে আশা করা যাচ্ছে৷

ধর্ম সচিব চৌধুরী মো.বাবুল হাসান বলেন,সৌদি সরকার এবার পুরোপুরি ইলেকট্রনিক পদ্ধতিতে হজ ব্যবস্থাপনা করবে৷ সে জন্য আমাদের কার্যক্রম দুই মাস এগিয়ে আনতে হচ্ছে৷ তবে নতুন ব্যবস্থাটি এখনো চূড়ান্ত হয়নি৷ হজ কার্যক্রম যাতে বিঘি্নত না হয় সেজন্য রেজিস্ট্রেশন পর্যায়ে হজযাত্রীদের মোয়াল্লেম ফিসহ (সৌদি সরকারের নির্ধারিত) আরো কিছু ফি সরকারের কাছে রাখা হবে বলে জানান তিনি৷

ধর্ম সচিব বলেন, এতে এজেন্সিগুলো প্রতারণার সুযোগ পাবে না৷ আমরা ভিসা দিয়ে দিই, এজেন্সিগুলো পাসপোর্ট নিয়ে গিয়ে ঝামেলা করে, আগামী হজে সে সুযোগ আর থাকবে না৷হজযাত্রীদের মেশিন রিডেবল পাসপোটের্র (এমআরপি) মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে উল্লেখ করে তিনি বলেন, এবার হজ এজেন্সিগুলোর প্রতারণা ঠেকাতে বিশেষ ব্যবস্থাও আসছে৷

প্রতারণা করা এজেন্সিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে ধর্মমন্ত্রী বলেন, তাদের লাইসেন্স বাতিল, জরিমানা করাসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে৷মন্ত্রী বলেন, এবার ৯৮ হাজার ৬০৫ জন হজ পালন করেছেন৷তবে কতজন ফিরে আসেননি তা সৌদি সরকারের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী৷