5535929_46235

দৈনিকবার্তা-ঢাকা, ,২৭ নভেম্বর: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন,সরকার পুলিশ ও র্যাবকে আরো সুসজ্জিত করে ঢেলে সাজানোর জন্য কাজ করে যাচ্ছে৷আইনশৃঙ্খলা বাহিনীর জনবল বাড়াতে ৫০ হাজার পুলিশ নিয়োগের অংশ হিসাবে প্রাথমিকভাবে ১৭ হাজারের নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল৷

প্রতিমন্ত্রী বৃহস্পতিবার বেলা ১১টায় রাজধানীর উত্তরাস্থ র্যাব সদরদপ্তরে ‘র্যাবের ক্রিমিনাল ডাটাবেজ’ উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন৷এই অনুষ্ঠানের মধ্যে দিয়েই র্যােেবর ক্রিমিনাল ডেটাবেইজ ম্যানেজমেন্ট সিস্টেম নির্বাচন কমিশনে সংরক্ষিত জাতীয় পরিচয়পত্র তথ্যভাণ্ডারের সঙ্গে সংযুক্ত হলো৷ সাইবার সন্ত্রাস রোধে পুলিশের অধীনে একটি নতুন ইউনিট খোলার কাজ শুরু হয়েছে বলেও অনুষ্ঠানে জানান প্রতিমন্ত্রী৷

সন্ত্রাস ও জঙ্গিবাদ রুখতে সরকারের দৃঢ় অঙ্গীকারের কথা জানিয়ে গত ফেব্রুয়ারিতে এক অনুষ্ঠানে ধাপে ধাপে ৫০ হাজার পুলিশ নিয়োগের ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ দেশের আইন-শৃংখলা নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা এই বাহিনীর জনবল সংখ্যা বর্তমানে প্রায় ১ লাখ ৫৬ হাজার৷প্রতিমন্ত্রীবলেন, সরকারের এই মেয়াদেই আরো ৫০ হাজার পুলিশ সদস্য বাড়ানো হবে৷ ইতোমধ্যে শিল্প পুলিশ ও নৌ-পুলিশ পুলিশ বাহিনীতে যোগ হয়েছে৷ একই সঙ্গে র্যাবকে আধুনিকায়নের অংশ হিসেবে ৪০ হাজার অপরাধীর তথ্য ধারণ ক্ষমতাসম্পন্ন ক্রিমিনাল ডাটাবেজ তৈরি করা হয়েছে৷স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, অপরাধীরা নতুন নতুন তথ্যপ্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন ধরনের অপরাধ কর্মকান্ড ঘটাচ্ছে৷ সে ৰেত্রে আমরাও বসে না থেকে বিভিন্ন ধরনের প্রযুক্তি ব্যবহার করব৷ দেশের আপামোর জনসাধারণকে শানত্মিতে রাখার জন্য আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী অপরাধীদের অতীত এবং বর্তমান অপরাধের ধরন বিশেস্নষণ করে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণে আরো তত্‍পর হবে বলেও তিনি আশা প্রকাশ করেন৷

র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এর মহাপরিচালক মোখলেসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন আইজিপি হাসান মাহমুদ খন্দকার, র্যাবের পরিচালক অপারেশন কর্নেল রিয়াজুল ইসলাম রিয়াজ, কমান্ডার সায়েদ প্রমুখ৷সাইবার ক্রাইম সম্পর্কে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দেশে সাইবার ক্রাইমের ঘটনা দিন দিন বাড়ছে৷ এ ধরনের অপরাধ কর্মকান্ড রোধ করার জন্য নিরলসভাবে কাজ করছে আইন-শৃংখলা বাহিনী৷ র্যাবের ক্রিমিনাল ডাটা বেজ তৈরি করা হয়েছে৷ সেখানে সকল অপরাধীর নাম, ঠিকানা, পেশা, ছবি, ফিঙ্গার প্রিন্ট, আঙ্গুলের ছাপ, চোখের চিত্র, অপরাধের ধরন, অপরাধের সংখ্যা, অতিতের রেকর্ড ও ডিএন সংক্রানত্ম তথ্যসহ বিভিন্ন তথ্য থাকবে৷

আইজিপি হাসান মাহমুদ খন্দকার বলেন, বিশেষায়িত ইউনিট হল র্যাব৷ বিশেষ ধরনের কাজ সম্পন্ন করার জন্য র্যাব সৃষ্টি করা হয়েছে৷ ইতোমধ্যে র্যাব তাদের সৰমতা অর্জন করতে পেরেছে৷ র্যাবের ভাবমূর্তি, আস্থা ও ভালেবাসা আমাদের ধরে রাখতে হবে৷র্যাবের মহাপরিচালক মোখলেসুর রহমান বলেন, দেশের ৬৭টি কারাগারের মধ্যে ৬৪টি কারগার থেকে প্রায় ৪০ হাজার অপরাধীর তথ্য নিয়ে র্যাবের ডাটাবেজ তৈরি করা হয়েছে৷ ১৬ কোটি মানুষের নিরাপত্তার নিশ্চিত করতে প্রায় ৯ হাজার র্যাব সদস্য সর্বদা দায়িত্ব পালনে নিয়োজিত বলেও তিনি উল্লেখ করেন৷

পরে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আইজিপি হাসান মাহমুদ খন্দকার নিজ নিজ আঙ্গুলের ছাপ দিয়ে র্যাবের ক্রিমিনাল ডাটাবেজ’ উদ্বোধন করেন৷অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, র্যাব ও পুলিশের ঊধর্্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন৷