দৈনিকবার্তা-ঢাকা, ,২৭ নভেম্বর: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক নৈতিক মূল্যবোধ সম্পন্ন সমাজ গঠনে স্ব স্ব অবস্থান থেকে কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন৷তিনি বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের নৈতিক উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে আরসি মজুমদার আর্টস মিলনায়তনে ‘সমাজ, সংস্কৃতি ও মানব জীবন’ শীর্ষক এক সেমিনারে সভাপতির বক্তব্যে এ আহ্বান জানান৷
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের প্রাক্তন অধ্যাপক ড. গালিব আহসান খান৷ সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ হাবিবুর রহমান আলোচনায় অংশ নেন৷ নৈতিক উন্নয়ন কেন্দ্রের পরিচালক অধ্যাপক হোসনে আরা আলম ধন্যবাদ জ্ঞাপন করেন৷
আরেফিন সিদ্দিক বলেন, নৈতিক মূল্যবোধের অভাবে সমাজে হিংসা, হানাহানি, হত্যা, নির্যাতনের মত ঘটনা ঘটছে৷ যা একবিংশ শতাব্দীর সভ্য সমাজে আশা করা যায় না৷ তিনি শিক্ষা প্রতিষ্ঠানসহ সমাজের সকল সত্মরে নৈতিকতার চর্চা করার ওপর গুরুত্বারোপ করেন৷অধ্যাপক ড. গালিব আহসান খান বলেন, সমাজ মানুষের শিক্ষা, সংস্কৃতি ও কর্মের ধরণ নির্ধারণ করে দেয়৷তাই মানব কল্যাণ নিশ্চিত করতে নৈতিক মূল্যবোধ সম্পন্ন উন্নত সমাজ গঠন করা জরুরী৷