দৈনিকবার্তা-ঢাকা, ,২৭ নভেম্বর: বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেছেন, তারেক রহমানের জাগরণ ঘটেছে সারাদেশে৷ তিনিও সকল ষড়যন্ত্র কাটিয়ে উঠেছেন৷ আগামী ফেব্রুয়ারিতেই সরকার পদত্যাগ করে নির্বাচন দিতে বাধ্য হবে৷ নির্বাচন না দিলে জনগণ রাজপথে নেমে ক্ষমতাসীনদের উপযুক্ত জবাব দিবে৷
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স রুমে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫০তম জম্মদিন উপলক্ষে বহুদলীয় গণতন্ত্র ও বর্তমান প্রেক্ষাপট শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন৷
২০১৯ সালের আগে কোনো নির্বাচন নয় মন্ত্রীদের এমন বক্তব্যের সমালোচনা করে মাহবুব উদ্দিন বলেন, মন্ত্রীরা এমন কথা বলে জনগণকে অসম্মান করছেন৷ কারণ জনগণের ভোটাধিকার হরণ করে আওয়ামী লীগ ক্ষমতা দখল করেছে৷তিনি বলেন, ৫ জানুয়ারির নির্বাচনের পর আওয়ামী লীগের মধ্যে সঙ্কট দেখা দিয়েছে৷ যারা ৩০ বছর ধরে এ দলের রাজনীতি করত তারা এখন আর আওয়ামী লীগকে পছন্দ করে না৷ বর্তমানে যারা এ দল করে তারা চাঁদাবাজির জন্য করে৷
তারেক রহমান বর্তমান সরকারের আতঙ্ক বলে মন্তব্য করেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন৷ব্যারিস্টার মাহাবুব বলেন, আওয়ামী লীগ বুঝতে পেরেছিল বলে তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক বিভিন্ন মামলা দিয়েছে৷ কিন্তু তারেক রহমান সব মিথ্যা মামলা মোকাবেলা করছেন৷ প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, সুইস ব্যাংকে কার কার টাকা আছে তাদের নাম প্রকাশ করুন৷ তাদের নাম প্রকাশ করতে আপনার সমস্যা কোথায়! সুইস ব্যাংকে যাদের টাকা আছে,তাদের নাম প্রকাশ করলেই দেশের জনগণ বুঝতে পারবে৷
তিনি বলেন, এ সরকার শুধু কাগজে-কলমে নির্বাচিত৷জনগণের ভোটে নির্বাচিত বলা যাবে না৷ শুধু দলের ভোটে নির্বাচন হবে না, জনগণের ভোটও লাগবে৷ এ সরকারকে আওয়ামী লীগও ভোট দেয়নি৷ আওয়ামী লীগ ভোট দিলে সরকার পাঁচ শতাংশ ভোট পেত না৷ সুতরাং এ সরকার জনগণের সরকার নয়৷তিনি আরও বলেন, সময় থাকতে ক্ষমতা ছেড়ে দিয়ে নির্বাচন দেন৷ না হলে সরকারকে তাড়ানোর জন্য দেশের জনগণ মুগুর হাতে নেবে৷এসময় তারেকের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছে তাদেরকে জনগণ ছাড়বে না বলেও হুঁশিয়ারি দেন খোকন৷
খোকন বলেন, মন্ত্রী-এমপিরা বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার করছেন৷ অথচ এই বিষয়ে সরকার কোনো কর্ণপাত করছে না৷জাতীয়তাবাদী জিয়া সমাজকল্যাণ পরিষদের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন খোকন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খালেদা জিয়ার উপদেষ্টা ব্যারিস্টার হায়দার আলী খান৷আলোচনা সভায় বক্তব্য রাখেন জিয়া সমাজ কল্যাণ পরিষদের যুগ্ম সম্পাদক নাজমা ইসলাম, যুবদল নেতা মাসুদ রানা প্রমুখ৷