phulbari

দৈনিকবার্তা-ঢাকা, ২৭নভেম্বর: ফুলবাড়ীতে এশিয়া এনার্জির অপতত্‍পরতার প্রতিবাদে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রক দল (বাসদ) আয়োজিত বিৰোভ-সমাবেশে নেতৃবৃন্দ বলেছেন, সরকারের প্রশ্রয় ছাড়া জনমত উপেক্ষা করে নতুন করে ধ্বংসযজ্ঞ করতে এশিয়া এনার্জির কর্মকর্তা ফুলবাড়ীতে যেতে পারে না৷

নেতৃবৃন্দ বলেন, লন্ডনে এশিয়া এনার্জির এজিএম এর আগে এই সফরের মাধ্যমে গ্যালি লাই শেয়ার হোল্ডারদের ধোকা দিয়ে বুঝাতে চেয়েছিলেন যে, তার কোম্পানী কাজ অগ্রসর করছে৷ কিন্তু জনগণের প্রতিরোধে ধোঁকাবাজ টিকতে পারেনি৷ সমাবেশ থেকে ফুলবাড়ী জনগণের প্রতিরোধ আন্দোলনের প্রতি সমর্থন জানান হয়৷ বৃহস্পতিবার বিকেল ৪টায় জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি নেতা কমরেড রুহিন হোসেন প্রিন্স ও বাসদ নেতা কমরেড রাজেকুজ্জামান রতন৷

সমাবেশে নেতৃবৃন্দ ফুলবাড়ী চুক্তির পূর্ণ বাসত্মবায়নের দাবি জানিয়ে বলেন, ২০০৬ সালের ২৬ আগস্ট ফুলবাড়ী অভু্যত্থানের পর তত্‍কালীন বিরোধী দলের নেত্রী, বর্তমান প্রধান মন্ত্রী শেখ হাসিনা ফুলবাড়ীর এক সামবেশে বলেছিলেন, ফুলবাড়ী চুক্তি বাসত্মবায়ন না করার পরিনাম হবে ভয়াবহ৷ আজ তার সরকার চুক্তি আহ্বান না করে বেইমান এর খাতায় নাম লেখাচ্ছে৷

সাবেশে নেতৃবৃন্দ জাতীয় সম্পাদের উপর জনগণের শতভাগ মালিকানা নিশ্চিত করে দেশের গ্যাস-কয়লা সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানান৷সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়৷