11042013_016_KHALEDA_ZIA

দৈনিকবার্তা-ঢাকা, ,২৬ নভেম্বর: গণতন্ত্র গভীর খাদের কিনারে গিয়ে পড়েছে মন্তব্য করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ৫ জানুয়ারির ভোটারবিহীন নির্বাচনের মধ্য দিয়ে আবারও গণতন্ত্র হত্যা করা হয়েছে৷ একদলীয় দুঃশাসনের করালগ্রাস গিলে ফেলেছে বহুদলীয় গণতন্ত্রের পথচলা৷

২৭ নভেম্বর শহীদ মিলন দিবসে বুধবার সংবাদ মাধ্যমে পাঠানো দফতরের দায়িত্বপ্রাপ্ত বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন৷খালেদা জিয়া বলেন, গণতন্ত্রের শত্রুরা গণতন্ত্র ধ্বংস করে ফেলেছে৷ গণতন্ত্র ধ্বংসকারী অপশক্তিগুলোর চক্রান্ত ও ষড়যন্ত্র নস্যাত্‍ করে দিতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে৷ গণতন্ত্রকে মজবুত ভীতের ওপর দাঁড় করাতে হবে৷ তাহলেই ডা. মিলনের আত্মত্যাগ সার্থক হবে৷

শহীদ ডা.শামসুল আলম খান মিলনে স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি আরো বলেন,সামরিক শাসনবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে ডা. মিলন একটি অবিস্মরণীয় নাম৷ স্বৈরাচারী শাসনের শৃঙ্খল থেকে গণতন্ত্রকে উদ্ধার করতে গিয়েই তিনি শহীদ হয়েছেন৷ গণতন্ত্রের জন্য তার এই সর্বোচ্চ ত্যাগ এদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে৷ সকল কর্তৃত্ববাদী,স্বৈরাচারী গণতন্ত্রবিরোধী শক্তির বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে তিনি আমাদের প্রেরণার উত্‍স৷

পৃথক এক বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে শহীদ ডা. মিলন ছিলেন অকুতোভয় সৈনিক৷ তার আত্মদানের মধ্য দিয়ে ৯ বছরের স্বৈরাচারবিরোধী গণতান্ত্রিক সংগ্রাম চূড়ান্ত বিজয়ের দিকে ধাবিত হয়৷

উল্লেখ্য,স্বৈরাচারবিরোধী আন্দোলন চলাকালে ১৯৯০ সালের ২৭ নভেম্বর শহীদ হন ডা. শামসুল আলম খান৷