Untitled-136-298x295

দৈনিকবার্তা-ঢাকা, ,২৬ নভেম্বর: জানুয়ারির দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে দুই দফায় হবে বিশ্ব ইজতেমা৷এর মধ্যে প্রথম দফায় ৯-১১ জানুয়ারি এবং দ্বিতীয় দফায় ১৬-১৮ জানুয়ারি টঙ্গীর তুরাগ নদীর তীরে ইজতেমা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল৷বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে ইজতেমা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ক এক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এ কথা জানান৷

বুধবারের বৈঠকে গাজীপুর-২ আসনের সংসদ সদস্য মো.জাহিদ আহসান রাসেল, র্যাবের মহাপরিচালক, পুলিশের আইজিপি, ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজীর আহমেদ, গাজীপুর জেলা প্রশাসক, র্যাব, বিজিবি, ফায়ার সার্ভিস, ওয়াসা, ডেসকোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন৷আসাদুজ্জমান খাঁন জানান, এবার ইবোলার কারণে আফ্রিকার পাঁচটি দেশের মুসলি্লদের আসা নিরুসাত্‍সাহিত করতে সংশ্লিষ্ট দেশের দূতাবাসগুলোতে অনুরোধ জানানোর সিদ্ধান্ত হয়েছে৷ দেশগুলো হলো- নাইজেরিয়া, লাইবেরিয়া, মালি, গিনি ও সিয়েরালিওন৷তিনি বলেন, এ সতর্কতা নেওয়া ছাড়াও বিমানবন্দরে ইবোলা পরীক্ষা করার সব ব্যবস্থাই থাকবে৷

মন্ত্রী জানান, ইজতেমায় আসা বিদেশি নাগরিকদের এবার প্রথমে এক মাসের ভিসা দেওয়া হবে৷ তবে ইজতেমার পর যারা তাবলিগ জামাতে থাকতে চান তাদের তালিকা দেওয়ার পর আরও ৪৫ দিনের ভিসা দেওয়া হবে বলে৷ইজতেমার এই সুযোগে ধর্মীয় উগ্রবাদীরা যাতে কোন ধরনের নাশকতা সৃষ্টি করতে না পারে সেই বিষয়ে গোয়েন্দারা নজর রাখছে বলেও জানান তিনি৷নিরাপত্তার নিশ্চিত করতে ইজতেমায় ওয়াচ টাওয়ার ও সিসিটিভি ক্যামেরা বসানো হবে৷ থাকবে পুলিশ কন্ট্রোল রুম ও চিকিত্‍সা সেবার ব্যবস্থা৷ইতোমধ্যে এসব কর্মকাণ্ড পর্যবেক্ষণে তিনটি সাব কমিটি হয়েছে৷

প্রতিমন্ত্রী বলেন,আমরা এ দেশগুলোর মুসলি্লদের আসতে নিরুত্‍সাহিত করবো৷ একই সঙ্গে এ সব দেশের নাগরিকদের ভিসা না দেয়ার সিদ্ধান্ত দেশগুলোর বাংলাদেশ মিশনে পৌঁছে দেয়া হবে৷ বৈঠকে সুষ্ঠুভাবে বিশ্ব ইজতেমা শেষ করার জন্য তিনটি সাব-কমিটি গঠন করে দেয়া হয়৷ এগুলো হলো- বিশ্ব ইজতেমার মাঠ প্রস্তুতি,পরিবেশ উন্নয়ন কমিটি৷ আগত বিদেশিদের ভিসা ইসু্যকরণ কমিটি এবং ভিভিআইপি ও ভিআইপিদের নিরাপত্তাসহ সার্বিক নিরাপত্তা প্রদান কমিটি৷

প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান জানান, বিদেশিদের এক মাসের ভিসা দেয়া হবে৷ তবে যে মুসলি্লরা ইজতেমা পরবর্তী চিল্লায় অংশগ্রহণে ইচ্ছুক তাদের সর্বোচ্চ ৪৫ দিনের ভিসা দেয়া হবে৷ তবে যারা চিল্লায় অংশগ্রহণে ইচ্ছুক তাদের পৃথক তালিকা চাওয়া হয়েছে তাবলিগ জামাতের প্রতিনিধি দলের কাছে৷

বিশ্ব ইজতেমার সুযোগ নিয়ে উগ্রবাদী সংগঠন বা ব্যক্তি যাতে কোনো ধরনের তত্‍পরতা চালাতে না পারে সেজন্য আইন-শৃঙ্খলা বাহিনীর একাধিক টিম তত্‍পর থাকবে বলে জানান প্রতিমন্ত্রী৷

বৈঠক সূত্রে জানা গেছে, এ বছর বিশ্ব ইজতেমার প্রথম পর্বে ৩১টি জেলা এবং দ্বিতীয় পর্বে ৩২ জেলার মুসলি্লরা অংশগ্রহণ করবেন৷আগতদের সুবিধার্থে ঢাকা-গাজীপুর মহাসড়কের আশেপাশের সড়কগুলোয় যানচলাচল নিয়ন্ত্রণ ও যানজট নিরসনে বিশেষ ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত হয়েছে৷ এছাড়া বিশেষ ট্রেন, বাস ও জলযানের ব্যবস্থা করা হবে৷ তুরাগ নদীতে পন্টুন ও ভাসমান ব্রিজ নির্মাণ৷ আগত মুসলি্লদের প্রাথমিক ও জরুরি চিকিত্‍সা দেয়ার জন্য টঙ্গী জেনারেল হাসপাতালসহ আশপাশের কয়েকটি ক্লিনিক প্রস্তুত রাখা, মেডিকেল টিম গঠন ও অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হবে৷