22948

দৈনিকবার্তা-ঢাকা, ,২৬ নভেম্বর: ফ্লাইওভার ও আন্ডারপাস ব্যবহার না করে রাস্তা পার হওয়া ঠেকাতে বুধবার সকাল সাড়ে নয়টা থেকে দ্বিতীয় দিনের মতো শুরু করে ভ্রাম্যমাণ আদালত৷ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উদ্যোগে রাজধানীর রূপসী বাংলা মোড় থেকে ফার্মগেট পুলিশ বঙ্ পর্যন্ত এ অভিযান চলে৷

ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল কুদ্দুস ও সারওয়ার আলম এই আদালত পরিচালনা করছেন৷ সকালে একটি আদালত বসেছেন বাংলামোটর মোড়ে, অন্যটি হোটেল সোনারগাঁও মোড়ে৷২২ নভেম্বর সংবাদ সম্মেলনের মাধ্যমে ২৫ নভেম্বর থেকে ভ্রাম্যমাণ আদালত বসানোর ঘোষণা দেয় ডিএমপি৷ নিয়ম না মানায় মঙ্গলবার প্রথম দিনে ৩৩১ পথচারীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত৷ সর্বনিম্ন ২০ থে কে ২০০ টাকা পর্যন্ত জরিমানা করা হয়৷

রাজধানী ঢাকায় যত্রতত্র রাস্তা পারাপার নিয়ন্ত্রণে এর বিরুদ্ধে বুধবার দ্বিতীয় দিনের অভিযানে বেলা সাড়ে বিকেল পর্যন্ত ১১৮ জনকে জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ৷বুধবার সকাল ১০টা থেকে রাজধানীর ৪টি পয়েন্টে অভিযান পরিচালিত হচ্ছে৷ এ অভিযানে বেলা সাড়ে ১২টা পর্যন্ত মোট ১১৮ জনকে জরিমানা করা হয়েছে৷

রাজধানীর ৪টি পয়েন্টে পরিচালিত হচ্ছে এই অভিযান৷এরমধ্যে, কারওয়ানবাজার ও বাংলামোটর পয়েন্টে পৃথক দু’জন ম্যাজিস্ট্রেট উপস্থিত থেকে অভিযান পরিচালনা ও সাজা হিসেবে জরিমানা করছেন৷ এদিন বেলা সাড়ে ১২টা পর্যন্ত কারওয়ানবাজার পয়েন্টে ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম অভিযান পরিচালনা ও জরিমানা কার্যক্রম চালিয়ে মোট ৭২ জনকে জরিমানা-দণ্ড দিয়েছেন৷

এ ব্যাপারে তিনি বাংলানিউজকে জানান, দ্বিতীয় দিনের অভিযানে বেলা সাড়ে ১২টা পর্যন্ত ৭২ জনকে জরিমানা করা হয়েছে৷ তাদের জরিমানার পরিমাণ ২০ থেকে ২০০ টাকা৷এদিকে, বাংলামোটর পয়েন্টে ম্যাজিস্ট্রেট মো. আবদুল কুদ্দুসের নেতৃত্বে অভিযানে এখন পর্যন্ত ৪৬ জনকে জরিমানা করা হয়েছে৷ দুপুরে লাঞ্চ ব্রেকের পর আবার বিকেল ৩টা থেকে এই অভিযান শুরু হয়ে বলে জানা যায়৷

যত্রতত্র রাস্তা পার বন্ধ করে সড়ক দুর্ঘটনা, যানযট দূর করতে ফুটওভার ব্রিজ ব্যবহারে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই অভিযান বলে জানিয়েছেন ট্রাফিক বিভাগের কর্মকর্তারা৷নগর জীবনে ঝুঁকি কমাতে ফুটওভার ব্রিজ, আন্ডারপাস ও ফুটপাত ব্যবহারের জন্য ২২ নভেম্বর সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)৷ মঙ্গলবার রাজধানীর প্রধান সড়ক দিয়ে পথচারীদের যত্রতত্র পারাপার ঠেকাতে ভ্রাম্যমাণ আদালত বসেন৷ নিয়ম অমান্য করে সড়ক পার হওয়ায় ইতিমধ্যে অনেক পথচারীকে দণ্ড দেওয়া হয়৷ সকাল নয়টা থেকে হোটেল সোনারগাঁও মোড় ও বাংলামোটরে দুটি ভ্রাম্যমাণ আদালত কাজ শুরু করেন৷ পরে ফার্মগেটেও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম চলে৷

ফুটওভার ব্রিজ ব্যবহার না করে প্রধান সড়ক দিয়ে রাস্তা পার হওয়ায় রাজধানীর কারওয়ানবাজার, বাংলামোটর ও ফার্মগেট এলাকায় মোট ২০৪ জন পথচারীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত৷মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে তিনটা পর্যন্ত এ ২০৪ পথচারীকে জরিমানা করা হয়৷এর মধ্যে কারওয়ানবাজার এলাকায় ১০৯, বাংলামোটর এলাকায় ৮০ ও ফার্মগেট এলাকায় ১৫ পথচারীকে জরিমানা করা হয়৷এদিকে, কারওয়ানবাজারের ভ্রাম্যমাণ আদালতটি ফার্মগেটের দিকে স্থানান্তর করা হয়েছে৷এর আগে বেলা ১১টা পর্যন্ত কারওয়ানবাজার এলাকায় ৮৫ জন পথচারীকে জরিমানা করা হয়৷ আর বেলা সোয়া ১২টা পর্যন্ত বাংলামোটর এলাকায় ৫৫ জন পথচারীকে জরিমানা করা হয়৷

কারওয়ানবাজারের ভ্রাম্যমাণ আদালত যেটি ফার্মগেটে স্থানান্তরিত হয় সেটি পরিচালনা করছেন ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম৷ মো. আব্দুল কুদ্দুস পরিচালনা করেছেন বাংলামোটরের ভ্রাম্যমাণ আদালতটি৷অপরাধের ধরণ অনুযায়ী জরিমানা আদায়ের পরিমাণ ৫০ থেকে দু’শ টাকা৷ ফার্মগেটে তিনজনের কাছ থেকে দু’শ টাকা জরিমানা করা হয়েছে৷তবে টাকা না থাকায় ও ভাংতি না থাকায় ২০ টাকা দিয়েও রক্ষা পেয়েছেন অনেকে৷ রাজধানীতে যত্রযত্র রাস্তা পারাপারের বিরুদ্ধে অভিযান শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ৷ ফুটওভার ব্রিজ ব্যবহারে জনসচেতনতা বাড়ানোর জন্যই এ অভিযান বলে জানিয়েছেন ট্রাফিক বিভাগের কর্মকর্তারা৷

ঢাকা মহানগর ট্রাফিক দক্ষিণের উপ-কমিশনার (ডিসি) খান মোহাম্মদ রেজওয়ান বলেন, ফুটওভার ব্রিজ ব্যবহারে জনসচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ এবং মাইকিং করা হয়েছে৷ যারা এ নিয়ম না মেনে যত্রযত্র পারাপার হচ্ছেন, তাদের আইনের আওতায় আনা হচ্ছে৷ এক্ষেত্রে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে৷মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে রাজধানীর ফার্মগেট, কারওয়ান বাজার, বাংলামোটর, শাহবাগ এলাকায় এ অভিযান চলতে দেখা যায়৷মঙ্গলবার সকাল থেকে বেলা দেড়টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে তাদের জরিমানা করা হয়৷ ঢাকা জেলা প্রশাসন ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ এ অভিযানের নেতৃত্ব দেন৷