দৈনিকবার্তা-ঢাকা, ২৫ নভেম্বর: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৮তম দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) সম্মেলনে যোগদানের উদ্দেশ্যে মঙ্গলবার এখানে এসে পেঁৗছেছেন৷দু’দিনব্যাপী এ সম্মেলন বুধবার থেকে কাঠমান্ডুর সিটি হল (রাষ্ট্রীয় সভাগৃহ) ভ্রিকুটি মন্ডপে শুরু হবে৷
বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে নেপাল সময় ৪টা ৫ মিনিটে কাঠমান্ডুর ত্রিভূবন আনত্মর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে৷নেপালের উপ-প্রধানমন্ত্রী বামদেব গৌতম ও নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান৷নেপাল সেনাবাহিনীর একটি চৌকস দল প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে৷ এ সময় উভয় দেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়৷প্রধানমন্ত্রী মঙ্গলবার সার্কভুক্ত অন্যান্য দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে ১৮তম সার্ক শীর্ষ সম্মেলনে যোগদান করবেন ও ভাষণ দেবেন৷
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) ১৮তম শীর্ষ সম্মেলনে যোগদানের লক্ষ্যে মঙ্গলবার নেপালের রাজধানী কাঠমান্ডুর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন৷২৬ নভেম্বর কাঠমান্ডুর ভ্রীকুটি মন্ডপের সিটি হলে রাষ্ট্রীয় সভাগৃহে দু’দিনব্যাপী এই সম্মেলন শুরু হবে৷
মঙ্গলবার বিকাল ৩টা ৫ মিনিটে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইট হজরত শাহজালাল আনত্মর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে৷অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, চীপ হুইপ আ স ম ফিরোজ, ক্যাবিনেট সচিব এবং তিনবাহিনী প্রধানগণ এ সময় বিমান বন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান৷এবারের শীর্ষ সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে-‘শানত্মি ও সমৃদ্ধির জন্য আরও ঘনিষ্ঠ সম্পর্ক৷সার্ক শীর্ষ সম্মেলনের প্রথম দিনে সম্মেলন ছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালা, আফগান প্রেসিডেন্ট ড. আশরাফ গনি আমজাদী এবং মালদ্বীপের প্রেসিডেন্ট আবদুলস্নাহ ইয়েমেন আবদুল গাইয়ুমের সঙ্গে বৈঠক করবেন৷
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৭ নভেম্বর সম্মেলনের শেষ দিনে সার্কের অন্যান্য নেতাদের সঙ্গে র্রিট্রিয়েট সেশনে যোগ দিতে হেলিকপ্টারযোগে পর্যটনকেন্দ্র ধুপিখেল যাবেন৷ধুপিখেল থেকে ফিরে প্রধানমন্ত্রী একই দিনে সার্কের সমাপনী অনুষ্ঠানে যোগে দেবেন৷বাংলাদেশের প্রধানমন্ত্রী ও সার্কের অন্যান্য নেতৃবৃন্দ কাঠমান্ডুর রাষ্ট্রপতি ভবনে নেপালের প্রেসিডেন্ট ড. রামবরণ যাদবের সঙ্গে সাৰাত্ করবেন৷ তাঁরা নেপালের রাষ্ট্রপতির দেয়া ভোজসভায়ও যোগ দেবেন৷প্রধানমন্ত্রী ২৮ নভেম্বর দুপুরে দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে৷