finance-minister

দৈনিকবার্তা-ঢাকা, ২৫ নভেম্বর: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দুই ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান কোকো সোনালী ব্যাংকের কাছে ৪০ কোটি ১৪ লাখ ২ টাকা ঋণ খেলাপি বলে সংসদকে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত৷দশম জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে মঙ্গলবার বেগম ফজিলাতুন নেসা বাপ্পির তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান৷

অর্থমন্ত্রী বলেন, খালেদা জিয়ার দুই ছেলে ড্যান্ডি ডাইং লিমিটেডের নামে সোনালী ব্যাংক থেকে ঋণ গ্রহন করেন৷ কিন্তু আজ অবধি তা পরিশোধ করেননি৷ ২০১৪ সালের সিআইবি ডাটাবেজে এটি অন্তর্ভুক্ত আছে৷আগামী ১৫ ডিসেম্বের মধ্যে সরকারি কর্মকর্তা-কর্মচারিদের বেতন ও চাকরি কমিশন-২০১৩ প্রতিবেদন দাখিল করা হবে৷ কমিশনে প্রতিবেদন প্রাপ্তির পর যত দ্রুত সম্ভব পে- স্কেল বাস্তবায়ন করা হবে বলে জানান অর্থমন্ত্রী৷আ খ ম জাহাঙ্গীর হোসেনের (পটুয়াখালী-৩) তারকা চিহ্নিত প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী বলেন, বর্তমানে আমরা সকল সরকারি-বেসরকারি ব্যাংকের সর্বোচ্চ সুদের হার ১৩ শতাংশ করার নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে দিয়েছি৷

বর্তমানে সুদের হার এক ডিজিটের নিচে নামার কোনো পরিকল্পনা আছে কি না- এমন প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, সরকারি ব্যাংকগুলো কোনো কোনো প্রকল্পে ৪-১৩ শতাংশ সুদ নিয়ে থাকে৷খানিকটা আক্ষেপ করে মন্ত্রী বলেন, আমাদের দেশে সুদের হার কমানোর চেষ্টা করেও তা বাস্তবায়ন করা কঠিন৷ কেননা এখানে বেশি সুদের হারে ডিপোজিট করা কালচার তৈরি হয়ে আছে৷ এছাড়া এখানকার ব্যবসায়ীদের মধ্যে সমঝোতার প্রয়োজন৷ ব্যবসায়ীরা-শিল্পপতিরা যখন ব্যবসা করতে যান তখন সুদের হার কমানোর কথা বলেন, আবার তারা যখন ব্যাংকের পরিচালক পদে বসেন তখন সুদের হার বাড়ানোর কথা বলেন৷ তাদের এই দ্বৈততা বা লোভ কমানো দরকার৷ তা না হলে সুদের হার কমবে না৷আগামীতে বিভিন্ন আমানতে সুদের হার কমিয়ে ৫ শতাংশে নামিয়ে আনার উদ্যোগ নেয়া হবে বলে জানান তিনি৷

তিনি আরো বলেন, সরকারি-বেসরকারি ব্যাংকগুলোর অলস টাকা বিনিয়োগ নিশ্চিত করার লক্ষ্যে কোম্পানি আইন ও বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন নির্দেশনা পরিপালন নিশ্চিত করে ব্যাংকিং খাতে ঋণ প্রবাহ বৃদ্ধির লক্ষ্যে সুদের হারে ইতিবাচক পরিবর্তন আনায়ন, ব্যাংকিং ঋণ সুবিধাবঞ্চিত জনগোষ্ঠির কাছে ঋণকে সহজলভ্যকরণ ও তাদের উপযোগী উত্‍পাদনশীল নতুন প্রোডাক্ট চালুকরণ এবং অন্যান্য প্রয়োজনীয় সহায়ক নীতিমালা গ্রহনের জন্য বাংলাদেশ ব্যাংক কাজ করে যাচ্ছে৷

সাংবাদিকদের টিন আছে কি না- মুহিবুর রহমান মানিকের (সুনামগঞ্জ-৫) তারকা চিহ্নিত এই প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী জানান, এ মুহূর্তে কতজন সাংবাদিকের টিন আছে তা বলা কঠিন৷ কেননা, ঢাকায় কমর্রত সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত নাগরিকের আয়কর নথি কর অঞ্চল-৭ এর অন্তর্গত৷ এছাড়া বাইরের সাংবাদিকদের কর্মস্থল ও আবাসস্থল ভিন্ন ভিন্ন হওয়ায় তাদের সকলের টিন সম্পর্কিত পরিসংখ্যান প্রদান করা সময়সাপেক্ষ৷

হাজী মো. সেলিমের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এই মুহূর্তে সঞ্চয়পত্রের সুদের হার বৃদ্ধির কোনো পরিকল্পনা সরকারের নেই৷ তবে ব্যাংক রেট কমে যাওয়ার কারণে সঞ্চয়পত্রের সুদের হার যৌক্তিক পর্যায়ে নির্ধারণের যৌক্তিকতা সরকার পরীক্ষা করে দেখছে৷

মো. ফরিদুল হক খান এর তারকা চিহ্নিত প্রশ্ন ৫৮২-এর জবাবে মন্ত্রী বলেন, বিদেশে অর্থ পাচার রোধে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টিলিজেন্স ইউনিট (বিএফআইইউ) সার্বক্ষণিকভাবে কার্যকর রয়েছে৷ তবে বাংলাদেশ হতে এ পর্যন্ত কি পরিমাণ অর্থ পাচার করা হয়েছে তার তথ্য বিএফআইইউতে নেই৷ এ বিষয়ে বিভিন্ন দেশের সাথে সমঝোতা স্মারক সম্পাদনের চেষ্টা অব্যাহত আছে৷ সমঝোতা স্মারক সম্পাদিত হলে অর্থ পাচার সম্পর্কিত তথ্য পাওয়ার সম্ভাবনা তৈরি হবে৷ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ২০১১ থেকে ২০১৩ পর্যন্ত গত তিন অর্থবছরে ৭ হাজার ৯৪৬ দশমিক ১৩ মিলিয়ন মার্কিন বৈদেশিক সাহায্যের অর্থ ছাড় করা হয়েছে৷তিনি বলেন, এ সময়ে ১৬ হাজার ৪৬৪ দশমিক ২৫ মিলিয়ন মার্কিন ডলারের প্রতিশ্রুতি পাওয়া গিয়েছিল৷তিনি সংসদে সরকারি দলের কামাল আহমেদ মজুমদারের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান৷

অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডে অর্থায়ন এবং ২০২১ সালে দেশকে মধ্যম আয়ে উন্নীত করতে আরো বৈদেশিক সাহায্যের প্রয়োজন রয়েছে৷ তিনি বলেন, স্বল্পোন্নত দেশগুলো উন্নয়ন তথা উত্তরণ উদ্যোগে প্রয়োজনীয় সহায়তা দেয়ার জন্য আন্তর্জাতিক সমপ্রদায় বিশেষ করে উন্নত বিশ্বে উন্নয়ন সহযোগী দেশসমূহ প্রতিশ্রুতিবদ্ধ৷ প্রতিশ্রুত সহায়তার প্রধান ও গুরুত্বপূর্ণ ক্ষেত্র হচ্ছে আন্তর্জাতিক বাজার তথা উন্নত বাজারে এলডিসি রফতানির কোটামুক্ত প্রবেশাধিকার ও উন্নয়ন সহায়তা৷
তিনি বলেন, উন্নয়ন সহযোগী সমপ্রদায় তাদের প্রতিশ্রুতিকৃত সহায়তা বরাদ্দ না দেয়া, আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতা, বাণিজ্য-বহিভর্ূত নানা শর্ত এবং শুল্ক-বহিভর্ূত প্রতিবন্ধকতার কারণে এলডিসিগুলো তাদের এলডিসি অবস্থান থেকে উত্তরণে পুরোপুরি সমর্থ হচ্ছে না৷

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, গত এক দশকে ১৭.৪ শতাংশ দারিদ্র্য হ্রাস পেয়েছে৷তিনি সংসদে জাতীয় পার্টির সদস্য এমএ হান্নানের এক প্রশ্নের জবাবে আরো বলেন, বাংলাদেশ পরিসংখ্যান বু্যরো খানা আয়-ব্যয়ের জরিপ-২০০০ অনুযায়ী বাংলাদেশের দারিদ্র্যের হার ছিল ৪৮.৯ শতাংশ৷ ২০১০ সালের জরিপ অনুযায়ী দারিদ্র্যের হার হ্রাস পেয়ে দাঁড়িয়েছে ৩১.৫ শতাংশ৷ ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার মধ্যমেয়াদী বানত্মবায়ন প্রতিবেদন অনুযায়ী ২০১৪ সালে দারিদ্র্যের হার ২৪.৫ শতাংশ৷

অর্থমন্ত্রী বলেন, ধারাবাহিকভাবে জিডিপি’র প্রবৃদ্ধি অর্জন এবং অনত্মর্বতর্ীমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি, বিদু্যত্‍, জ্বালানি খাতসহ অবকাঠামো ঘাটতি হ্রাসের মাধ্যমে বেসরকারি খাতে বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে সামাজিক নিরাপত্তা ও সামাজিক ক্ষমতায়নে সরকারের আর্থিক ব্যয় বৃদ্ধিসহ রেমিটেন্স প্রবাহের অব্যাহত ধারা বজায় থাকায় দারিদ্র্যের হার কমাতে গুরম্নত্বপূর্ণ ভূমিকা রেখেছে৷

তিনি বলেন, শূন্যের কোটায় কখনো দারিদ্র্যের হার পেঁৗছাবে না৷ কোন দেশেই তা কখনো সম্ভব হয়নি৷ ভবিষ্যতেও হবার সম্ভাবনা নেই৷ ১০ থেকে ১৫ শতাংশে দারিদ্র্যের হার পেঁৗছলেই মনে করা হয় দারিদ্র্য আর নেই৷আবুল মাল আবদুল মুহিত বলেন, আগামীতে দেশে দারিদ্র্যের হার ১০ থেকে ১৪ শতাংশে হ্রাসের লক্ষ্যে শিল্প কারখানার উত্‍পাদন বৃদ্ধিসহ কৃষি খাতের প্রবৃদ্ধি বাড়ানোর জন্য বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে এবং তা অব্যাহত থাকবে৷ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, চলতি অর্থবছরে অভ্যনত্মরীণ উত্‍স থেকে সরকারের রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ১ লাখ ১৪ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে৷

তিনি সংসদে সরকারি দলের সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিমের এক প্রশ্নের জবাবে আরও বলেন, রাজস্ব আয়ের খাতসমূহের মধ্যে স্থানীয় মূসক খাত থেকে ৫৬ হাজার ৫শ’ কোটি টাকা, আয়কর থেকে ৫৭ হাজার ৫শ’ কোটি টাকা এবং আমদানির পর্যায়ে শুল্ক থেকে ৩৫ হাজার ৭২০ কোটি টাকা আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে৷

মন্ত্রী বলেন, নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে রাজস্ব আদায়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে৷ করদাতাদের দোঁরগোড়ায় সেবা পেঁৗছে দিতে কর প্রশাসনের বিকেন্দ্রীকরণ করা হয়েছে৷ ইতোমধ্যে উপজেলা পর্যায়ে ৮৫টি আয়কর অফিস স্থাপন করা হয়েছে৷ অনলাইনে আয়কর রিটার্ন গ্রহণ এবং তা প্রক্রিয়াকরণের জন্য এশীয় উন্নয়ন ব্যাংকের আর্থিক সহায়তায় একটি উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছে৷ এই প্রকল্পের মাধ্যমে ২০১৫ সালের শেষ নাগাদ অনলাইনে আয়কর রিটার্ন গ্রহণ ও প্রক্রিয়াকরণের জন্য একটি অটোমেটেড ব্যবস্থা চালু করা সম্ভব হবে৷

তিনি বলেন, ২০১৩ সালের জুলাই থেকে অনলাইনে আয়কর নিবন্ধন (ইটিআইএন) ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে৷ ইটিআইএন পদ্ধতি প্রচলনের ফলে করদাতারা ঘরে বসে অনলাইনে মাত্র কয়েক মিনিটেই আয়কর নিবন্ধন করে কম্পিউটার জেনারেটেড টিআইএন সনদের প্রিন্ট নিতে পারছেন৷ এই কার্যক্রমের মাধ্যমে অদ্যাবধি ৯ লাখ ৮২ হাজার ৯৬৯ জন করদাতা রি-রেজিস্ট্রেশন এবং ৪ লাখ ২৭ হাজার ৫০২ জন নতুন করদাতা রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন৷অর্থমন্ত্রী বলেন, বিভিন্ন কর আদায়ে মামলার দীর্ঘসূত্রিতা পরিহার করার উদ্দেশ্যে এবং কর আদায়কারী ও করদাতাদের মধ্যে আস’া বাড়ানোর লক্ষ্যে আয়কর আইনে দ্রুততম সময়ে ও সমঝোতার ভিত্তিতে বিরোধ নিষ্পত্তির জন্য বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে৷ এ পর্যন্ত ২৯৫টি আয়কর মামলা এডিআর সেলে এসেছে, যার সাথে ৮৭৮ কোটি টাকার রাজস্ব সংশ্লিষ্ট ছিল৷ এ মামলাগুলোর মধ্যে ইতোমধ্যে ৬০১ কোটি টাকার ২৫১টি কর মামলা নিষ্পত্তি করা হয়েছে৷

তিনি বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের উলি্লখিত কার্যক্রমের ফলে চলতি অর্থবছরের আয়কর খাতে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে বলে আশা করা যায়৷ াসস সংসদ-৩অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, সরকার শেয়ার বাজারের স্থিতিশীলতা ও বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে৷তিনি অ সংসদে সরকারি দলের সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর এক প্রশ্নের জবাবে বলেন, এসব পদক্ষেপের অধিকাংশই বাস্তবায়িত হয়েছে৷

অর্থমন্ত্রী বলেন, সরকার স’িতিশীল পুঁজিবাজার প্রতিষ্ঠার লক্ষ্যে আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে, যা একটি চলমান প্রক্রিয়া৷আবুল মাল আবদুল মুহিত বলেন, পুঁজিবাজারে সিকিউরিটিজের সরবরাহ বৃদ্ধির লক্ষ্যে আইপিও, আরপিও এবং রাইট ইসু্যর প্রস্তাবসমূহ অধিকতর, যথাযথ পরীক্ষার মাধ্যমে অনুমোদন পাবে৷