দৈনিকবার্তা-ঢাকা, ২৫ নভেম্বর: আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান এ বছর ফিলিপাইনের গুসি শান্তি পুরস্কার পেয়েছেন৷মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক গভর্নর সচিবালয়ের মহাব্যবস্থাপক এ এফ এম আসাদুজ্জামানের পাঠানো এক তথ্য বিবরণীতে বিষয়টি জানানো হয়৷
এতে বলা হয়, ২৪ নভেম্বর ( সোমবার) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অবস্থিত চায়না জেনারেল হাসপাতাল অডিটরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে ড. আতিউরের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়েছে৷
শান্তি প্রতিষ্ঠা ও উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে ভূমিকা রাখায় এ বছর বিশ্বের বিভিন্ন দেশের আরো ১৪ ব্যক্তিত্বকে গুসি শান্তি পুরস্কার দেওয়া হচ্ছে৷এর আগে বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ড. আতিউর রহমান মানব উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতার স্বীকৃতি হিসেবে ইন্দিরা গান্ধী স্বর্ণপদকসহ বেশ কয়েকটি জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন৷