মুন্সিগঞ্জের মেঘনায় লঞ্চডুবি, ২৬ লাশ উদ্ধার7

দৈনিকবার্তা-গাজীপুর, ২৪নভেম্বর: গাজীপুরের কালিয়াকৈরে নিখোঁজ হওয়ার দু’দিন পর সোমবার ধান ৰেত থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ৷ তার নাম রেফাজ উদ্দিন (৬২)৷ সে কালিয়াকৈর উপজেলার পূর্ব চানপুর গ্রামের মৃত মোকসেদ আলীর ছেলে৷ এলাকাবাসির সংবাদের ভিত্তিতে সোমবার সকালে কালিয়াকৈর থানা পুলিশ ভাওয়াল মির্জাপুর-কালিয়াকৈর সড়কের স্থানীয় জামালপুর চৌরাসত্মার পাশে জনৈক হবুর ধান ৰেত থেকে রেফাজ উদ্দিনের লাশ উদ্ধার করে ময়নাতদনত্মের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়৷ গত শনিবার বিকেল হতে রেফাজ উদ্দিন নিখোঁজ হয়৷ পরিবারের লোকজন মোবাইলে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ব্যার্থ হয়৷

কালিয়াকৈর থানার এসআই মোঃ শাহ কামাল জানান, লাশের গায়ে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায় নি৷ ময়না তদনত্মের পর তার মৃতু্যর সঠিক কারন জানা যাবে৷