Sporsia

দৈনিকবার্তা-ঢাকা, ২৩ নভেম্বর: এনটিভিতে সোমবার থেকে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক ‘ফ্যামিলি প্যাক৷ নাটকটি প্রতি সোমবার ও মঙ্গলবার রাত ৯টা ৪৫ মিনিটে প্রচার হবে৷ আলী ফিদা একরাম তোজো’র রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন- দিলারা জামান, কায়েস চৌধুরী, শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, মিশু সাবি্বর, মৌটুসী বিশ্বাস, বুড়িআলী, অগি্নলা ইকবাল, ঊর্মিলা শ্রাবন্তী কর, অর্চিতা স্পর্শিয়া প্রমুখ৷

গোলাম কিবরিয়া সাহেবের ফ্যামিলি সদস্য সংখ্যা ৯৷ তিন ছেলে, চার মেয়ে, তিনি নিজে এবং তার স্ত্রী৷ বনানীর মতো আবাসিক এলাকায় তার আছে নিজস্ব একটি পাঁচতলা বাসা৷ নিজের বাড়িটির মতো গোলাম কিবরিয়া তার সাত ছেলেমেয়েকেও সম্পত্তি মনে করেন৷ বড় ছেলের বয়স প্রায় চলি্লশ, ছোটো মেয়ের বয়স পঁচিশ৷ কারো বিয়ে দেননি তিনি এখনো৷ এই পরিবারের গল্প নিয়েই তৈরি হয়েছে নাটকটি৷